অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিষয় নিয়ে বেশ সরব। অসঙ্গতি ও অন্যায় নিয়ে মত প্রকাশ করে থাকেন। এবার তিনি মত প্রকাশ করলেন ধূমপান বিতর্ক নিয়ে।
চমকের মতে, সিগারেট নারী-পুরুষ দু‘জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।

ফেসবুক পোস্টে চমক লিখেছেন, ‘সিগারেট নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর । নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।’

‘ধূমপান’ নিয়ে বিতর্কের সূত্রপাত রাজধানীর লালমাটিয়ায়। সেখানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন জড়ো হয়ে দুই তরুণীর ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

এরপর বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া সবার জন্যই নিষেধ। এটা একটা অফেন্স। এ জন্য ওপেন সিগারেটটা না খাওয়ার পরামর্শও দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার কথার জের ধরে এ ঘটনায় বেশ উত্তপ্ত হয় সোশ্যাল মিডিয়া। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারন মানুষে মাঝে। অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র র জন য

এছাড়াও পড়ুন:

সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে তাঁর ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি রয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

ফার্স্ট লিড সিকিউরিটিজের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জালিয়াতি করে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডের মালিকপক্ষের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন– আবু তাহের মোহাম্মাদ শোয়েব, মোহাম্মদ কুনু চৌধুরী ও মুহিতুল বারী। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

পাউবোর সাবেক প্রকৌশলীর নথি জব্দ

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব গতকাল এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, মালেকের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৬ হাজার ৩৪৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর ১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৪৭১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করেছেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থের স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২), ৪(৩) ধারায় মামলা করা হয়েছে, যা তদন্তাধীন।

সম্পর্কিত নিবন্ধ