বসুন্ধরায় ইরানের দুই নাগরিকের ওপর হামলায় কারা জড়িত
Published: 5th, March 2025 GMT
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হামলার ঘটনায় আজ বুধবার পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা করে। মামলায় ২০০ থেকে ২৫০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক।
এ ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মব’ সৃষ্টিতে জড়িত মূল ব্যক্তি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা।
আরও পড়ুনঢাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিককে মারধর: পুলিশ১৩ ঘণ্টা আগেপুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় ইরানের দুই নাগরিক ডলার ভাঙিয়ে টাকা নেওয়ার জন্য বাংলাদেশি এক ব্যক্তির সঙ্গে লেনদেন করেন। ওই সময় কিছু ডলার কম পেয়েছেন দাবি করে বাংলাদেশি ব্যক্তি ইরানের নাগরিকদের বহনকারী গাড়িতে আঘাত করে ক্ষোভ দেখাচ্ছিলেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হওয়া শুরু করলে ইরানি নাগরিকেরা ভয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন।
শফিকুল ইসলাম বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে মুদ্রা বিনিময় করা বাংলাদেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় অন্য জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে দুই বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তাঁর নাতি মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঘটন য়
এছাড়াও পড়ুন:
গাজীপুরে নির্মাণাধীন হ্যাচারিতে চাঁদা দাবি, কাজ বন্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি নির্মাণাধীন হ্যাচারিতে ‘বিএনপির নেতাকর্মী’ পরিচয়ে চাঁদা দাবি এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীপুরের বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় ম্যাক হ্যাচারি (ইউনিট-২) নামের ওই প্রতিষ্ঠানে কয়েক দিন ধরে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার (২২ এপ্রিল) দেশীয় অস্ত্রসহ একদল যুবক সেখানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।
কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল বারী জানিয়েছেন, জাহাঙ্গীর আলম (৪০), ইব্রাক একান্ত (২৬), মো. সুমন (৩৮), রাসেল আকন্দ (৩৮), আলিফ আকন্দসহ (২০) ৫০-৬০ জন অজ্ঞাত ‘বিএনপির নেতাকর্মী’ পরিচয়ে চাঁদা দাবি করে নির্মাণকাজে বাধা দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মারধর, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় শ্রমিকদের বের করে দেওয়া হয়। হামলায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেছেন, দলীয় সমন্বয়ের অভাবে এটা হয়েছে। ছাত্রদলকর্মী সামিউল ইসলাম একাই নির্মাণসামগ্রী সরবরাহ করায় স্থানীয় কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন। তবে, তারা পরে আলোচনার মাধ্যমে পুনরায় কাজ শুরু করেছেন।
এদিকে, ছাত্রদলের কর্মী সামিউল ইসলাম জানিয়েছেন, তিনি বৈধ কার্যাদেশের ভিত্তিতে নির্মাণসামগ্রী সরবরাহ করছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বাধা দিচ্ছেন এবং সম্প্রতি চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে বরমী ইউনিয়ন বিএনপি ও শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রফিক সরকার/রফিক