মাত্র দুই সপ্তাহ আগে আইফোন ১৬ই উন্মোচনের পর এবার আরও একটি নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না জানা না গেলেও অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তা প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ‘এই সপ্তাহে’ ক্যাপশন দিয়ে তৈরি ভিডিওতে লেখা রয়েছে ‘দেয়ার ইস সামথিং ইন দ্য এয়ার’। ভিডিওটি প্রকাশের পর প্রযুক্তি বিশ্লেষক ও ব্যবহারকারীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকে মনে করছেন, নতুন যন্ত্রটি হতে পারে এম৪ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ার। তবে কেউ কেউ বলছেন, এটি আইপ্যাড এয়ারের নতুন সংস্করণও হতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, অ্যাপল এবার এম৪ চিপযুক্ত ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে। গত বছরের ৪ মার্চ অ্যাপল ১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ার বাজারে এনেছিল। আর তাই এবার প্রতিষ্ঠানটি ১৩ ও ১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুক এয়ার বাজারে আনতে পারে। এ বিষয়ে ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, অ্যাপল এম৪ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ার আনতে যাচ্ছে। নতুন সংস্করণে আরও উন্নত ক্ষমতার ব্যাটারি, ন্যানো-টেক্সচার ডিসপ্লে এবং ১৬ থেকে ৩২ গিগাবাইট র‍্যাম থাকতে পারে। নতুন ম্যাকবুক এয়ার আরও দক্ষতার সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স পরিচালনা করতে পারবে।

আরও পড়ুনআইফোনে নকল চার্জার থেকে বৈদ্যুতিক শক ও অগ্নিকাণ্ডের ঝুঁকি০১ মার্চ ২০২৫

অনেক প্রযুক্তি বিশ্লেষকের ধারণা, টিম কুকের পোস্ট শুধু ম্যাকবুক এয়ারের জন্য নয়, বরং আইপ্যাড এয়ারের নতুন সংস্করণেরও ইঙ্গিত হতে পারে। কুকের পোস্টের ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, ‘এয়ার’ শব্দটির ওপর দিয়ে একটি সরু যন্ত্র দ্রুতগতিতে অতিক্রম করেছে। আর তাই কেউ কেউ বলছেন, এটি ম্যাকবুক এয়ার নয়, বরং নতুন আইপ্যাড এয়ার হতে পারে। সর্বশেষ আইপ্যাড এয়ার বাজারে এসেছিল ২০২৪ সালের মে মাসে। এতে ছিল এম২ চিপ এবং ১১ ও ১৩ ইঞ্চির দুটি সংস্করণ। এবার এম৩ চিপযুক্ত নতুন আইপ্যাড এয়ার আসতে পারে।

আরও পড়ুননতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল, দাম কত২০ ফেব্রুয়ারি ২০২৫

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো মডেলের আইপ্যাড এয়ারের স্টক কমাতে শুরু করেছে অ্যাপল। যা সাধারণত নতুন সংস্করণ উন্মোচনের আগে করা হয়। ফলে এ বছরই নতুন আইপ্যাড এয়ার বাজারে আসার সম্ভাবনা অনেক বেশি।
অ্যাপল চলতি সপ্তাহে কোন যন্ত্র উন্মোচন করতে যাচ্ছে, সেটি এখনো নিশ্চিত নয়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন ম্যাকবুক এয়ার এবং আইপ্যাড এয়ার—এই দুটি ডিভাইসই উন্মুক্ত করা হতে পারে।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তীর্থ বিশ্বাস (৩২) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটায় হ্যামিলটন হাইওয়ে–সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভিক্টোরিয়া পুলিশ সূত্রে জানা যায়, ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তীর্থ বিশ্বাস জিলংয়ের নর্লেন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এক বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তাঁর স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় পৌঁছান।

তীর্থের পারিবারিক বন্ধু ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম সোহেল বলেন, নিহতের পরিবার চট্টগ্রাম শহরের বাসিন্দা। তাঁর বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য।

এ বছর ভিক্টোরিয়ার সড়কে এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের সমান। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ড্যাশক্যাম (গাড়ির ভিডিও রেকর্ডার) ফুটেজ সংগ্রহ করেছে। কেউ কিছু জানলে তথ্য দিতে অনুরোধ করেছে।
তীর্থ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে। নিহতের সৎকার ও পরিবারকে সহায়তা করতে স্থানীয় কমিউনিটি সদস্যরা এগিয়ে এসেছেন।

সম্পর্কিত নিবন্ধ