ভারতীয় গায়ক মিকা সিং। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিকা দাবি করেছেন, তার মালিকানাধীন মোট বাড়ির সংখ্যা ৯৯টি! সাক্ষাৎকারে মিকা জানিয়েছেন, তিনি রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে শুরুতে তার কোনও ধারণা ছিল না যে, কোনওদিন এমন বিপুল সংখ্যক বাড়ির মালিক হবেন। 

মিকা বলেন, ‘আশা করি সংখ্যাটা কোনওদিন ১০০ পেরিয়ে যাবে। যখন শুরু করি, তখন আমার বেতন ছিল ৭৫ টাকা! তখন খুব বেশি কিছু ভাবিনি। কারণ সেই সময় ওই টাকাটাই আমার কাছে অমূল্য ছিল।’

এই গায়ক জানান, কঠিন দিনগুলো পেরিয়ে ২০১২ সালে তিনি প্রথম একটি ফ্ল্যাট কিনেছিলেন।  মিকার কথায়, ‘এখনও ওই বাড়িটা আমার এতটাই পছন্দের যে, সেখানে আমি মোট ৬টি ফ্ল্যাট কিনেছি।’ 

মিকা অর্থের গুরুত্ব জানেন। তাই বিনিয়োগের জন্য তিনি বাড়িকেই বেছে নিয়েছেন। গায়কের কথায়, ‘কেউ সোনা, চশমা এমনকি জুতা কিনে টাকা খরচ করেন। আমার একটা ১০০ একরের জমি রয়েছে।’ 

তবে এই জমি থেকে যে প্রায় দেড়শোটি পরিবারের উপার্জন হয়, সে কথাও স্পষ্ট করেছেন মিকা। 

উল্লেখ্য, শিল্পীর ৯৯তম বাড়িটির অন্দরসজ্জা করেছেন শাহরুখ খানের ঘরনি গৌরী খান। তার প্রতিষ্ঠানকেই প্রতিটি বাড়ির সাজসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানান গায়ক। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পোপ নির্বাচিত হন কীভাবে

রোমান ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে রক্ষণশীল আর প্রগতিশীল কার্ডিনালদের তৎপরতা বেড়েছে। চলছে বিভিন্ন পর্যায়ের লবিং। প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের নতুন নেতা বেছে নিতে ১৩৫ জন কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে গোপন বৈঠকে বসবেন। এবারের পোপ নির্বাচনের ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।

এবারের বৈঠকে অংশ নেওয়া কার্ডিনালদের বেশির ভাগই আগে কোনো পোপ নির্বাচনে অংশ নেননি। তাদের ৮০ শতাংশই গত ১২ বছর পোপ ফ্রান্সিসের হাতে নিয়োগ পেয়েছেন। চার্চের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টায় ইরান, আলজেরিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে কার্ডিনাল নিয়োগ দেন পোপ ফ্রান্সিস। ফলে কার্ডিনাল কলেজে ইউরোপ-আমেরিকার একক আধিপত্য কিছুটা কমেছে। ২০১৩ সালে ইউরোপীয় কার্ডিনালের হার ছিল ৫০ শতাংশের বেশি, এখন যা নেমে এসেছে ৩৯ শতাংশে। এশিয়া আর লাতিন আমেরিকা থেকেও এখন ১৮ শতাংশ করে প্রতিনিধি আছেন।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এখন রোমান ক্যাথলিক চার্চে চলছে ‘নোভেনদিয়ালি’ নামে ৯ দিনের আনুষ্ঠানিক শোক পালন। ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভ শুরু করতে হয়। সব  কার্ডিনাল আগেভাগে পৌঁছে গেলে কনক্লেভ আগেও শুরু করা যায়। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কনক্লেভ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ভ্যাটিকানের করিডোর, বাগান আর ডাইনিং রুমে শুরু হয়েছে গোপন আলোচনা আর লবিং।

কনক্লেভ শুরু হওয়ার পর দ্রুত প্রথম ভোট হবে। প্রতিদিন সকাল আর বিকেলে ভোট হবে, যতক্ষণ না কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জিতে যান। ১৩০০ শতকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কনক্লেভ চলেছিল ২ বছর ৯ মাস। দ্য গার্ডিয়ান।

সম্পর্কিত নিবন্ধ