ভারতের বিপক্ষে মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালে যখন ব্যাটিং করছিলেন স্টিভেন স্মিথ, তখন মনে হচ্ছিল ‘স্লো ও লো’ উইকেটে বিপদে পড়া দলের কিভাবে খেলতে হয় তার একটা ক্লাস নিচ্ছেন তিনি। অথচ পরের দিনই কিনা একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন ৩৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। অবাক করা বিষয় হচ্ছে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অব্যাহত রাখবেন তিনি। যা প্রশ্নের জন্ম দিচ্ছে। আর চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেটও।

স্মিথ সেমিফাইনালে ভারতের বিপক্ষে পরাজয়ের পর তৎক্ষনিকভাবেই তার সতীর্থদের জানিয়ে দিয়েছিলেন যে, তিনি তার শেষ ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন। অর্থাৎ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলের অংশ হতে চাচ্ছেন না তিনি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্মিথই অধিনায়ক্ত্ব করেছিলেন।

ওয়ানডেতে দুটি বিশ্বকাপ জেতেছেন স্মিথ। ঘরের মাঠে ২০১৫ সালে এবং ভারতে অনুষ্ঠিত সবশেষ ২০২৩ সালে। তাছাড়া অয়ানডে ক্যারিয়ারে অনেক সুখস্মৃতি আছে বলেও উল্লেকজ করেন তিনি। স্মিথ বিদায়ী বার্তায় বলেন তিনি ওয়ানডে ক্যারিয়ার দারুণ উপভোগ করেছেন, “এটি একটি চমৎকার যাত্রা ছিল এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক দারুণ সময় এবং অসাধারণ স্মৃতি রয়েছে। দুটি বিশ্বকাপ জেতা ছিল একটি বড় মাইলফলক। পাশাপাশি অনেক দুর্দান্ত সতীর্থরা যারা এই যাত্রা ভাগ করেছেন।”

আরো পড়ুন:

টেস্টে স্মিথের ক্যাচের ডাবল সেঞ্চুরি

‘দশ হাজারি’ ক্লাবে স্টিভেন স্মিথ

অধিনায়ক কামিন্স এবং নির্বাচকদের ২০২৭ সালের দল গঠনের চাপ আছে। তাদেরকে সেই সুযোগ করে দেওয়ার পেছনে এই অবসরের একটা কারণ আচক্সহে বলে উল্লেখ করেছেন স্মিথ। তাহলে প্রশ্ন আসতেই পারে সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন না কেন? এর কারণ সম্ভবত সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে নিজের বাজারদ র উপরের দিকেই রাখাটা হয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্মিথ বলেন, “এখন ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য একটি ভালো সুযোগ এসেছে দলের। তাই এটা অনুভব হচ্ছে যে সরে যাওয়ার সঠিক সময় এটি।”

যদিও টেস্ট ক্রিকেটে এখনও নিজের অনেক কিছু দেওয়ার আছে বলে বিশ্বাস করেন স্মিথ, “টেস্ট ক্রিকেট এখনও আমার অগ্রাধিকার এবং আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালীন ক্যারিবিয়ান সফর এবং ঘরের মাটীয়তে অ্যাশেজ সিরিজ নিয়ে সত্যিই উত্তেজিত। আমি মনে করি আমি এখনও ওই পর্যায়ে অনেক কিছু অবদান রাখতে পারব।”

স্মিথের ওয়ানডেতে অভিষেক হয়েছিল ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ১৭০ ওয়ানডেতে তিনি অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করেন। যেখানে ৪৩.

২৮ গড়ে ও ৮৬.৯৬ স্ট্রাইকরেটে ৫৮০০ রান করেছেন তিনি। ১২টি সেঞ্চুরির পাশাপাশি পেয়েছেন ৩৫টি হাফ সেঞ্চুরি। এছাড়াও পার্ট টাইম বোলিং করে তুলেছেন ২৮টি উইকেট।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে মুশফিকুর

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (০৫ মার্চ, ২০২৫) রাতে নিজের ফেসবুকে আবেগঘন এক পোস্টে মুশফিকুর নিজের অবসরের সিদ্ধান্ত জানান।

বিস্তারিত আসছে…

আরো পড়ুন:

এভাবেও ম্যাচ হারা যায়?

নব্বইয়ের ঘরে মুশফিক

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • মুশফিকের থেকে তামিমের চাওয়া ‘অন্তত ১০০ টেস্ট’
  • ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে মুশফিকুর
  • ওয়ানডে থেকে অবসরে স্টিভ স্মিথ
  • বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
  • টেস্টের ম্যাচ ফি বেড়ে ৮ লাখ
  • প্রেমিকার সাবেক স্বামীর ফাঁদে প্রাণ গেছে তাজকীরের
  • সিমন্স-সালাউদ্দিনের চুক্তি বাড়ছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত
  • সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি: রিজভী
  • কাজ না করে আবহাওয়ার দিকে তাকিয়ে কর্মকর্তারা