কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম মোহাম্মদ নুর (২৮)। তিনি উখিয়ার তানজিমার খোলা রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) হেড মাঝির (নেতা) দায়িত্বে ছিলেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই আশ্রয়শিবিরের এম-৩২ ব্লকের একটি মসজিদ থেকে তারাবিহ নামাজ পড়ে ফেরার পথে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা।

নিহত মোহাম্মদ নুরের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের সিকদারপাড়ায়। তাঁর বাবার নাম আবু সৈয়দ। ২০১৭ সালের সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে বাংলাদেশ পালিয়ে আসে তাঁর পরিবার। এর পর থেকে ক্যাম্প-২০-এ বসবাস করে আসছেন।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো.

সিরাজ আমিন বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। গত বছর রমজানেও মোহাম্মদ নুরকে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে এপিবিএন।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা নেতা জানান, নিহত নুর বছরখানেক আগেও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য ছিলেন। আরসা ছেড়ে পরে তিনি মিয়ানমারের আরেকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। এ কারণে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

রোহিঙ্গা নেতাদের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা মোহাম্মদ নুরকে কুপিয়ে হত্যা করেছে। নিহত নুর ২০ নম্বর ক্যাম্পে হেড মাঝির দায়িত্বে ছিলেন। তারাবিহ নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে ছয়-সাতজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নুরের মৃত্যু হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ ন র

এছাড়াও পড়ুন:

টিসিবির সম্মাননা পেল রূপালী ব্যাংক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

জানা যায়, টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ