‘একাত্তর’ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা আদালতকে বলেছেন, তাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।

বুধবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিতে তিনি এ কথা বলেন।

মামলার তদন্ত কর্মকর্তারা দুই মামলায় ফারজানা রুপা এবং শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর মধ্যে তাদের সঙ্গে একটি মামলার আসামি সাবেক মন্ত্রী শাজাহান খান এবং সাবেক মেয়র আতিকুল ইসলাম। আরেক মামলার আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

গ্রেপ্তার দেখানোর শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। এ সময় আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের বিষয়ে পক্ষে কথা বলতে পারবো?’’

‘‘এ সময় বিচারক বলেন, ‘এখানে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।’’ 

এরপরও ফারজানা রুপা বলেন, ‘‘মামলা তো ডজনখানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই তো যথেষ্ট।’’

পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালতে অবস্থানকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপা একে অপরের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে। শুনানি শেষে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে ফারজানা রুপা বলেন, ‘‘একজন সাংবাদিককে আটকানোর জন্য একটা মামলাই যথেষ্ট। এতোগুলা মামলা দেওয়ার কি আছে? রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না। এর চেয়ে খারাপ কথা আর কি থাকে?’’

ঢাকা/মামুন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

নতুন একজন উপদেষ্টা হচ্ছেন, দায়িত্ব পেতে পারেন শিক্ষায়

অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা পরিষদে আরও একজন সদস্য যুক্ত হচ্ছেন। আগামীকাল বুধবার তাঁর শপথ হতে পারে।  সরকারি পরিবহন সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল একটি গাড়ি প্রস্তুত রাখতে  বলা হয়েছে ।
সরকারি একটি সূত্র জানিয়েছে শিক্ষা উপদেষ্টা হিসেবে নতুন একজন  দায়িত্ব পেতে যাচ্ছেন ।  তবে কে সেই দায়িত্ব পেতে যাচ্ছেন  সূত্রটি তা জানায়নি। (বিস্তারিত আসছে...)

সম্পর্কিত নিবন্ধ

  • আপনার লাটসাহেবি জুতা, হাকিমি লাঠি কার পিঠে ভাঙছে...
  • বসুন্ধরা এলাকার ঘটনা নিয়ে যা বললেন সারজিস আলম
  • জিবিএস হলে যা করবেন
  • নির্বিচার আমলা ছাঁটাই ট্রাম্পকে যেভাবে নিঃসঙ্গ করবে
  • পা ভাঁজ করে বসার কিছুক্ষণ পরেই অবশ হয়ে আসে কেন
  • মোশাররফ-তানিয়ার ‘খুচরা পাপী’
  • নির্মাতার সঙ্গে ‘গোপনে বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন নায়িকা
  • নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল 
  • নতুন একজন উপদেষ্টা হচ্ছেন, দায়িত্ব পেতে পারেন শিক্ষায়