‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
Published: 5th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় অভিজ্ঞতম দল হয়েও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স বিস্মিত করেছে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদকে। টাইগারদের এমন অবনতিতে হতাশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক আগা সালমান। একই সঙ্গে সুযোগ পেলে বিপিএলেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে প্রতিটি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার টুর্নামেন্টে ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের আশা দেখিয়েছিল।
তবে বাস্তবতা ভিন্ন। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে মুশফিক ও মাহমুদউল্লাহর পারফরম্যান্স ভক্তদের হতাশ করেছে। এ নিয়ে পাকিস্তানের কোচ আকিব জাভেদ মন্তব্য করেছেন, ‘অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে তার কোনো মূল্য নেই। ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ, কিন্তু তারা পারল না কেন? এটা বুঝতে পারছি না। বাংলাদেশ দল নিয়ে তাদের গভীরভাবে ভাবা উচিত। আমার মনে হয়, তারা অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরম্যান্স হারাচ্ছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তান এখন নিউজিল্যান্ড সফরের দিকে মনোযোগ দিচ্ছে। তবে নতুন অধিনায়ক আগা সালমান আরও দূরদর্শী পরিকল্পনা করতে চান। তিনি জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত। আমাদের সামনে এগোতে হবে। আমি আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছি। বাংলাদেশ লিমিটেড ওভারের ক্রিকেটে ভালো দল, তাই আসন্ন সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছি।’
এদিকে, সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন আগা সালমান। সুযোগ পেলে তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান। আসন্ন সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রফরম য ন স কর ছ ন
এছাড়াও পড়ুন:
তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম
চট্টগ্রাম টেস্টে আজ প্রথম দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট পেয়েছেনতাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৬তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রথম দিনের খেলা শেষে তাইজুলের প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।
আরও পড়ুনতাইজুলের মনে হয় না তারা খেলা বোঝে১ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক অধিনায়কের পেজে তাইজুলের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত (আন্ডাররেটেড) বোলার। এখন খেলা অন্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আরেকবার ৫ উইকেট নিয়ে দারুণ খেলেছ তাইজুল।’
২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও ডিসেম্বরে ওয়ানডে অভিষেক তাইজুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ২০১৯ সালে। ওয়ানডে (২০) ও টি-টোয়েন্টির (২) চেয়ে টেস্ট ম্যাচই (৫২) বেশি খেলেন তাইজুল। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টে প্রথম দিনের পারফরম্যান্সসহ মোট ৫৩ টেস্টে এ পর্যন্ত ২২৪ উইকেট নিয়েছেন তাইজুল। তাঁর টেস্ট সংস্করণের পারফরম্যান্সটা যাচাই করে দেখা যায়।
এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের। অস্ট্রেলিয়ার অফ স্পিনারের টেস্ট অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেকের সময় থেকে লায়নের পারফরম্যান্স— ১০৩ টেস্টে ২৯.৪৮ গড়ে ৪৪১ উইকেট। মোট ২৪ বার ৫ উইকেট নিলেও তাইজুলের অভিষেকের পর থেকে ১৯ বার ৫ উইকেট নেন লায়ন। তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি টেস্ট খেলায় লায়ন এ সময়ে তাইজুলের চেয়ে অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। বোলিং গড় এবং স্ট্রাইকরেটে লায়ন ও তাইজুলের মাঝে ব্যবধান বেশি না। তাইজুলের বোলিং গড় ৩১.৫৬, স্ট্রাইক রেট ৬১.৯, যেখানে লায়নের স্ট্রাইকরেট ৬১.৬ ও গড় ৩০.১৯।
আরও পড়ুনতাইজুলের ভেলকি, শেষ সেশনে গেল ৭ উইকেট২ ঘণ্টা আগেভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। টেস্টে তার অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেক থেকে এই সংস্করণে ৮৫ ম্যাচে ২২.৮৪ গড়ে ৪৩০ উইকেট নেন অশ্বিন। এ সময়ে ২৮ বার পেয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মতো ভারতও বেশি বেশি টেস্ট খেলায় স্বাভাবিকভাবেই এ সময়ে তাইজুলের তুলনায় বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন।
ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা খাটে। তাইজুলের অভিষেকের দুই বছর আগে টেস্টে অভিষেক জাদেজার। তাইজুলের অভিষেকের সময় থেকে এ পর্যন্ত ৬৮ টেস্টে ২৭৮ উইকেট নিয়েছেন জাদেজা। তবে তাঁর চেয়ে এ সময়ে বেশি সংখ্যকবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। জাদেজা এ সময়ে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার, তাইজুল নিয়েছেন ১৬ বার।
তাইজুল ৫ উইকেট নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক নাজমুল