চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় অভিজ্ঞতম দল হয়েও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স বিস্মিত করেছে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদকে। টাইগারদের এমন অবনতিতে হতাশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক আগা সালমান। একই সঙ্গে সুযোগ পেলে বিপিএলেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে প্রতিটি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার টুর্নামেন্টে ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের আশা দেখিয়েছিল।

তবে বাস্তবতা ভিন্ন। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে মুশফিক ও মাহমুদউল্লাহর পারফরম্যান্স ভক্তদের হতাশ করেছে। এ নিয়ে পাকিস্তানের কোচ আকিব জাভেদ মন্তব্য করেছেন, ‘অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে তার কোনো মূল্য নেই। ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ, কিন্তু তারা পারল না কেন? এটা বুঝতে পারছি না। বাংলাদেশ দল নিয়ে তাদের গভীরভাবে ভাবা উচিত। আমার মনে হয়, তারা অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরম্যান্স হারাচ্ছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তান এখন নিউজিল্যান্ড সফরের দিকে মনোযোগ দিচ্ছে। তবে নতুন অধিনায়ক আগা সালমান আরও দূরদর্শী পরিকল্পনা করতে চান। তিনি জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত। আমাদের সামনে এগোতে হবে। আমি আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছি। বাংলাদেশ লিমিটেড ওভারের ক্রিকেটে ভালো দল, তাই আসন্ন সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছি।’

এদিকে, সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন আগা সালমান। সুযোগ পেলে তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান। আসন্ন সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রফরম য ন স কর ছ ন

এছাড়াও পড়ুন:

হাইব্রিড সোলারে পরিবেশবান্ধব বিদ্যুৎ

নতুন ঘরানার বেশ কয়েকটি হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন উদ্ভাবন করেছে প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও সোলার প্যানেলের সহায়তায় পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের সুবিধার কথা জানাল। ফলে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর সঙ্গে গ্রাহক পরিবেশ সুরক্ষায় অংশীজন হতে পারবেন।
চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ওয়ালটনের ‘আর্ক’ ব্র্যান্ডের ১২০০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ২০৫০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ৩ হাজার ভোল্ট-অ্যাম্পিয়ার ও ৫৫০০ ভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন পাওয়া যাচ্ছে। বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যা ব্যবহারযোগ্য। বিশেষ করে কৃষি ও উৎপাদনভিত্তিক ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব উদ্যোগ পরিবেশবান্ধব সাশ্রয়ী বিদ্যুতের জন্য এমন হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন সিস্টেম সময়োপযোগী উদ্ভাবন।
সব মডেলের সোলার হাইব্রিড আইপিএস বিশেষ সুবিধায় রয়েছে বিশেষ কাস্টমাইজেশন সুবিধা। নিজের প্রয়োজনে গ্রাহক মডেলের কনফিগারেশন বদলে নিতে পারবেন। থাকবে অনগ্রিড ও অফগ্রিড সুবিধা। নির্মাতারা জানান, সব মডেলের সঙ্গে সোলার প্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এআরসি মনো আরটিএম২০১০এম এবং আরসি মনো আরটি৭১-৪৫০এম, যা পারফরম্যান্স, দ্রুত চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে।
তা ছাড়া সোলার হাইব্রিড আইপিএস মডেলের বৈশিষ্ট্য হলো এগুলো বিদ্যুৎবিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার সময়ে নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে সক্ষম। জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা, অফিস, হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ অন্যসব সংস্থার জরুরি অপারেশনাল সিস্টেম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে এসব প্যানেল সহায়ক। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহক শুধু বিদ্যুৎ বিল কমাতে পারবেন। অন্যদিকে, পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অংশীজন হওয়ার সুযোগ পাবেন।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, নবায়নযোগ্য, সাশ্রয়ী ও  পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে আমরা নতুন হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। হাইব্রিড সিস্টেম সৌরশক্তি ও গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার পদ্ধতির মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। ফলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, বিপরীতে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।
হাইব্রিড প্যানেলের জন্য ২০ বছরের বিক্রয়োত্তর পরিষেবা, ব্যাটারির জন্য ১২ মাস আর সোলার ইনভার্টারের জন্য ১৮ মাসের পরিষেবা পাওয়া যাবে। আগ্রহীরা ব্র্যান্ডের দাপ্তরিক সাইট থেকে বিস্তারিত
তথ্য জানতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কোন ওষুধে কাজ হচ্ছে কোহলির বেঙ্গালুরুর
  • পিএসএলে কেমন ছিল সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের পারফরম্যান্স
  • অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রণী ব্যাংককে জেতালেন তাইবুর
  • ইউনাইটেড সমর্থকদের ‘ক্লাসলেস’ বললেন গার্দিওলা
  • অ্যালেন স্বপন ফিরলেন, রোমাঞ্চ ফিরল কি
  • প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল
  • ই-বাইক
  • হাইব্রিড সোলারে পরিবেশবান্ধব বিদ্যুৎ
  • শান্তদের জিম্বাবুয়ে সিরজের ক্যাম্পে ছাড়তে চায় না ক্লাবগুলো
  • আবাহনীর রেকর্ড গড়া জয়ের নায়ক মোসাদ্দেক