ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। তার দল নির্বাচন থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত—সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়েছে ক্রিকেটবিশ্লেষকদের চোখে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নেওয়ার পর গম্ভীর জানিয়ে দিলেন, সমালোচনাকে তিনি মোটেও গুরুত্ব দেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে পাঁচজন স্পিনার রাখা নিয়ে বিতর্ক উঠেছিল। বিশেষ করে তিনজন স্পিন অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে গম্ভীরের কৌশল সফল হয়েছে এবং দল ফাইনালে পৌঁছেছে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিন্দুকদের কথায় কান দেন না।

গম্ভীর বলেন, ‘আমি সমালোচনা গায়ে মাখি না। কে কী বলছে, সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করি না। আমাদের স্কোয়াডে তিনজন অলরাউন্ডার এবং দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছে। ১৫ সদস্যের দলে দুইজন স্পিনার থাকা অস্বাভাবিক কিছু নয়।’

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছি। এখনও শেষ এক ম্যাচ বাকি। আমরা ওয়ানডে ফরম্যাটে বরাবরই শক্তিশালী দল। এই টুর্নামেন্টেও আমাদের খেলোয়াড়দের ক্ষুধা, প্রতিশ্রুতি, সবকিছুই অনবদ্য ছিল।’

ভারতের ওপর বেশি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে গম্ভীর বলেন, ‘অনেকে বলছেন, আমরা দুবাইতে বেশি সুবিধা পাচ্ছি। অথচ, অন্য দলের মতো আমাদের জন্যও এটি একটি নিরপেক্ষ ভেন্যু। আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলিনি। এমনকি আমাদের প্রস্তুতি পর্বও আইসিসির একাডেমিতে হয়েছে, যেখানে এখানের উইকেটের সঙ্গে কোনো মিলই নেই।’

আগামী ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র গম ভ র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

যুবকের বুকে পরীমণি, ঘড়ির কারণে খেলেন ধরা!

ঢালিউড নায়িকা পরীমণি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনাম হলেন। স্যোশাল মিডিয়ায় নতুন প্রেমের ইঙ্গিত দিয়ে এক যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করেছেন তিনি। আর ছবিটি প্রকাশ করার পর থেকেই চলছে নানা চর্চা। যদিও সেই যুবকের চেহারা স্পষ্ট করেননি পরী। পরীমণি লুকাতে চাইলেও নেটিজেনরা সেই ছবির মিল খুঁজে পেয়েছেন গায়ক শেখ সাদীর সঙ্গে।

মঙ্গলবার রাতে নিজেই ফেসবুকে ছবি প্রকাশ করেছেন পরীমণি। যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।

পরীমণি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে....আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...।’

তবে সেই যুবককে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। এদিকে অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। কারণ, হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণি সঙ্গে এই পুরুষের হাতঘড়ি মিলে গেছে।

এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিনোদন জগতে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। বুধবার রাত থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমণির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন।

কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমণি। কেউ আবার, পরীমণি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। বিষয়গুলো পরী নিজেও হয়তো খেয়াল করেছেন। যে কারণে বৃহস্পতিবার সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন।

উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পরী লিখেছেন, গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই....!
 
তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জনে ঘি ঢালছে প্রতিনিয়ত একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট। একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন।

সম্পর্কিত নিবন্ধ