হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ১৭৯৫ আসনে আবেদন করুন দ্রুত
Published: 5th, March 2025 GMT
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩–২৪ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ২০২১ সালের আগে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য।
আবেদনের যোগ্যতাএ ও বি ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫-এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.
অ্যাগ্রিকালচার, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সি ও ডি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫-এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫-সহ মোট জিপিএ–৬.৫ থাকতে হবে।
বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। ও এবং এ লেভেল পাস করা ছাত্রদের জন্য ও লেভেলে পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড এবং এ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড পেতে হবে।
আরও পড়ুনস্কুলে ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্তে পরিবর্তন১৭ ঘণ্টা আগেআসন কতএবার ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন ২ জন, পোষ্য কোটায় ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে।
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতাবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত
ভর্তি পরীক্ষার আবেদন কীভাবে
৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী ১৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর আগমুহূর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের আগে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফটকপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর সঙ্গে আনতে হবে।
আবেদন ফি
প্রতিটি ইউনিটের আবেদন ফি ১ হাজার টাকা, তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে। সে ক্ষেত্রে ফি হবে ১ হাজার ২০০ টাকা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আর এসএসসি পরীক্ষায় বসবে না হৃদয়-নয়ন
সড়ক দুর্ঘটনায় আহত ঈশ্বরদীর দুই এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। ঢাকা ও রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যায়।
নিহত মো. হৃদয় (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. নয়ন (১৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মারা যায়।
হৃদয় উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে। আর নয়ন গাইবান্ধার মো. কামাল হোসেনের ছেলে। সে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি। নয়ন নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। তারা দুজনই দরগা বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত দুজনের পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধু বেড়াতে বের হয়। পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবোত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় তারা।
তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে হৃদয়কে রাজশাহী এবং নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নয়ন মারা যায়। ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয়।
দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, নয়ন ও হৃদয় দুজনেই এ স্কুলের ছাত্র ছিল। তাদের ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
এদিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর মোড়ে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শারমিন (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চারজন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বাসটি ঘটনাস্থলে ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে।