গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার শাসনের নাটকীয় পতন ছিল একটি বিস্ময়কর ঘটনা। তাঁকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের মধ্যে জেগেছে আশা। তাঁরা এখন রাষ্ট্র সংস্কারের দাবি করছেন, যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার বাংলাদেশ শাসন করতে না পারেন।

গণ-অভ্যুত্থানের পর এসেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাবের জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে। বাংলাদেশে বর্তমানে আলোচিত সংস্কার প্রস্তাবগুলোর বেশির ভাগই নতুন কাঠামো তৈরি এবং নতুন আইন ও বিধি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করছে।

তবে রাষ্ট্রকাঠামো ও আইনের প্রতি অতিরিক্ত মনোযোগ বাস্তব রাজনৈতিক চর্চার গুরুত্বকে উপেক্ষা করে। শুধু কাঠামো ও আইন পরিবর্তন করলেই নতুন স্বৈরশাসকের প্রত্যাবর্তন রোধ করা সম্ভব নয়। আমি মনে করি, আইন ও বিধির অনুপস্থিতি নয়, বরং রাষ্ট্রের সেগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে না পারা এবং লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হওয়াই অগণতান্ত্রিক রাজনৈতিক ও শাসনব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করেছে।

এখন আমাদের করণীয় হলো সেই নির্দিষ্ট রাজনৈতিক চর্চাগুলোকে চিহ্নিত করা, যা দেশের প্রচলিত আইন ও সর্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এসব অগণতান্ত্রিক অনুশীলনকে ভেঙে ফেলাই এখন আমাদের সামনের প্রধান চ্যালেঞ্জ।

রাজনৈতিক ব্যবস্থার ভাঙন ও গড়ন

গত পাঁচ দশকে বাংলাদেশের রাজনৈতিক পথ হয়েছে অসম আর রাজনৈতিক ব্যবস্থায় হয়েছে বেশ কিছু ভাঙন। অবশ্য ভাঙনের পর আবার নতুন করে গড়ারও প্রচেষ্টা হয়েছে বারবার।

১৯৭১–এ স্বাধীনতার পর গণতন্ত্রের পথে আমাদের যাত্রার সূচনাটা হয়েছিল ভালো। জনসাধারণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেছিলাম। কিন্তু চার বছরের মধ্যে বাংলাদেশ স্বৈরাচারী শাসনের দিকে এগিয়ে মৌলিক স্বাধীনতার ওপর বিধিনিষেধসহ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়।

এরপর সামরিক শাসনের অধীনে পরবর্তী ১৫ বছর অতিবাহিত হয়। ১৯৯০ সালে একটি গণ–আন্দোলন সামরিক শাসনকে উৎখাত করে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক যাত্রা শুরু করার সুযোগ পায়। পরবর্তী ১৬ বছর ধরে তিনটি নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ ও বিএনপি, পালাক্রমে ক্ষমতায় আসে। ক্ষমতার পালাবদল হয় যখন নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে।

কিন্তু নিয়মিত নির্বাচন ও ক্ষমতার হাতবদল বাংলাদেশের গণতন্ত্রের মান উন্নত করতে পারেনি। নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং পৃষ্ঠপোষকতামূলক রাজনীতি ব্যবহার শুরু করে। বিরোধী দলগুলো মুখোমুখি হয় দমন–পীড়নের। সংসদ হয়ে পড়ে অকার্যকর। নির্বাচিত সরকারগুলো বেসরকারি খাতের মালিকানাধীন নতুন স্বাধীন মিডিয়া এবং নাগরিক সমাজের সংস্থাগুলোকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

এরপর আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় নির্বাচন তত্ত্বাবধানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে একমত হতে না পারায় ২০০৭ সালে বাংলাদেশের ভঙ্গুর নির্বাচনী গণতন্ত্র আবারও ভেঙে পড়ে। দুই বছর বাংলাদেশ শাসন করে একটি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তারাই ২০০৮ সালে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের কাছে। তখন আবার আমাদের আর একটি সুযোগ সৃষ্টি হয় গণতান্ত্রিক চর্চার গুণগত মান উন্নয়ন করার।

আওয়ামী লীগ নির্বাচনের আগে দিনবদলের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি তারা গড়ে তুলবে। কিন্তু সরকার ক্রমেই স্বৈরাচারী হয়ে ওঠে এবং বিরোধীদের প্রতিবাদকে বারবার কঠোরভাবে দমন করে। শেষ পর্যন্ত গত ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটে। আরও একবার সৃষ্টি হয় গণতন্ত্রের পুনর্গঠনের সুযোগ।

নিরন্তর অগণতান্ত্রিক অনুশীলন

আমাদের জন্য চতুর্থবার যে সুযোগটি সৃষ্টি হয়েছে, তার সদ্ব্যবহার করতে হলে আমাদের প্রথমেই পরিবর্তন আনতে হবে আমাদের রাজনৈতিক চর্চার। গত পাঁচ দশকে বাংলাদেশের অগণতান্ত্রিক রীতিনীতিগুলোর কিছু বিষয় সামরিক শাসনামল থেকে উদ্ভূত হলেও পরবর্তী নির্বাচিত রাজনৈতিক শাসনব্যবস্থা এই রীতিনীতিগুলোকে প্রত্যাখ্যান তো করেইনি, বরং তা বহুলাংশে গ্রহণ করেছিল। এর সঙ্গে আরও সংযুক্ত করেছিল তাদের নিজেদের অগণতান্ত্রিক রীতিনীতি।

যেসব অগণতান্ত্রিক চর্চা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এবং যাদের আমাদের সবার আগে পরিহার করতে হবে, তার কয়েকটি নিচে চিহ্নিত করছি।

দলীয় শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবহার: ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও দল গঠন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো নিরপেক্ষভাবে কাজ করা। কিন্তু বাংলাদেশে সামরিক ও বেসামরিক দুই ধরনের সরকারই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ (নির্বাচন কারসাজি) করেছে ও দল গঠন বা দলের সমর্থন বৃদ্ধি করেছে। সামরিক শাসনামলে (১৯৭৫-১৯৯০) নির্বাচন কারসাজি, ‘কিংস পার্টি’ তৈরি এবং ভুয়া বিরোধী দল গঠনের প্রচলন শুরু হয়। দুর্ভাগ্যবশত, সামরিক শাসনের অবসানের পর নির্বাচিত বেসামরিক সরকারগুলোও একই কৌশল অবলম্বন করেছে।

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এখন বাংলাদেশের একটি প্রচলিত প্রথায় পরিণত হয়েছে। জনসাধারণ জানে যে সরকার তার শাসনব্যবস্থা, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনী ব্যবহার করে নিজের মনমতো নির্বাচনী ফলাফল তৈরি করতে পারে।

আমরা সবাই জানি, বাংলাদেশের গত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে কোনো সরকার নিজের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করে পরাজিত হয়নি। আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত চারটি নির্বাচনেই ক্ষমতাসীন দল পরাজিত হয়েছে। ১৯৯৪-৯৫ সালে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুর দাবিতে আন্দোলন করেছিলেন শেখ হাসিনা। কিন্তু তিনিই আবার ক্ষমতায় এসে ২০১১ সালে তা বাতিল করেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে পরপর তিনটি বিতর্কিত একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকে।

সামরিক শাসকদের পথ অনুসরণ করে শেখ হাসিনা সংসদে একটি নিয়ন্ত্রিত বিরোধী দলও তৈরি করেন। দশম জাতীয় সংসদে জাতীয় পার্টি (জাপা) সরকার ও বিরোধী—উভয় ভূমিকায় ছিল। আর ১১তম ও ১২তম সংসদে জাপা ছিল সরকারপন্থী বিরোধী দল। বারবার প্রহসনের নির্বাচন ও নিয়ন্ত্রিত সংসদ গঠনের ফলে গত ১৫ বছরে বাংলাদেশের জনগণ নির্বাচনী ব্যবস্থা ও সংসদের প্রতি আস্থা হারিয়েছে।

শুধু নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণই নয়, গত পাঁচ দশকে আমাদের দেশে বারবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একদলীয় বাকশালব্যবস্থা প্রতিষ্ঠা করে। তারপর সামরিক শাসকেরা রাষ্ট্রীয় সংস্থা ও পৃষ্ঠপোষকতা ব্যবহার করে তাদের নিজস্ব দল গঠন শুরু করেন। বিএনপি ও জাতীয় পার্টি—উভয়ই সামরিক শাসন আমলে কিংস পার্টি হিসেবে যাত্রা শুরু করে। পরে অবশ্য এই দুই দলই, বিশেষ করে বিএনপি, বিরোধী দল হিসেবে সরকারি নির্যাতনের মুখেও টিকে থাকতে সক্ষম হয়।

১৯৯০–পরবর্তী নির্বাচনী গণতন্ত্রের আমলে, বিশেষ করে গত ১৫ বছরে শাসক–সমর্থকেরা আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক চুক্তির ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, যা দল ও নির্বাচনী ব্যয়ের তহবিল সরবরাহ করত। রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের একটি দুষ্টচক্র আবির্ভূত হয়েছিল, যারা রাষ্ট্রীয় সম্পদের ওপর নিয়ন্ত্রণ ব্যবহার করে নির্দিষ্ট শাসনব্যবস্থাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল।

অগণতান্ত্রিক দলীয় রাজনীতি

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মূল আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও উভয়ের রাজনৈতিক অনুশীলন ছিল অগণতান্ত্রিক। উভয় দলই রাজনৈতিক সমর্থন তৈরি এবং ধরে রাখার জন্য ব্যবহার করেছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মক্কেলতন্ত্র, অর্থ, পেশিশক্তি ও সহিংসতা। উভয় দলেই অভ্যন্তরীণ দলীয় গণতন্ত্রের অভাব ছিল। সব গুরুত্বপূর্ণ দলীয় সিদ্ধান্ত শীর্ষদলীয় নেতার মাধ্যমে নেওয়া হতো। এই নেতা আবার পারিবারিক সূত্রে উত্তরসূরি। দল কর্তৃক তাঁকে দলের পদাধিকারী ও নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করার ক্ষমতা দেওয়া হয়েছিল।

প্রতিষ্ঠানগুলোর ক্ষয়

রাজনৈতিক শাসনব্যবস্থা সব প্রতিষ্ঠানে লোক নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে নিজস্ব দলীয় স্বার্থ ব্যবহার করেছে। ফলে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যায়। বিজয়ী দলেই নিরঙ্কুশভাবে সব নেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়। গত ১৫ বছরে নির্বাহী ক্ষমতা কোনো নির্বাচনী জবাবদিহির মুখোমুখি না হয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয়করণ করেছে এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে।

সংসদে দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য ব্যবসায়ী হওয়ায় শাসনব্যবস্থার সংকট আরও গভীর হয়েছে। ফলে এই নিয়ন্ত্রিত সংসদ নীতিনির্ধারণে উদাসীন থেকে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান দুর্বল করা, ইচ্ছাকৃত ঋণখেলাপি, ভবন ও সড়ক নিরাপত্তাবিধি লঙ্ঘন, ভূমি দখল, নদীভাঙনসহ নানা অনিয়মকে উৎসাহিত করেছে।

রাজনৈতিক সহিংসতা

বাংলাদেশের রাজনীতিতে বিভাজনমূলক নীতি, প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার প্রবণতা আছে; দলের ভেতরে আছে গণতন্ত্রের অভাব। এসব কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিংবা ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য প্রায়ই সহিংসতা ব্যবহার করা হয়। এই সহিংসতার শিকার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হলেও দলের অভ্যন্তরীণ গোষ্ঠী ও উপদলগুলোর মধ্যেই বেশি সহিংসতা দেখা যায়।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য থেকে আমরা দেখতে পাই, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে দলগত সংঘর্ষে ২৬৬ জন মারা গেলেও একই দলের ভেতরে সংঘর্ষে ৪৪৭ জন নিহত হয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারদলীয় রাজনৈতিক দলে দলীয় সহিংসতার হার বরাবরই বেশি। এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ক্ষমতাসীন দলগুলোর কাছেই সুযোগ-সুবিধা বা পৃষ্ঠপোষকতার সুযোগ বেশি থাকে। ফলে দলীয় পদপদবি ও সুযোগ-সুবিধা দখলের প্রতিযোগিতায় নিজেদের মধ্যেই বেশি সহিংসতা হয়।

সর্বময় ক্ষমতাধর নির্বাহী

শুরু থেকেই বাংলাদেশ এক সর্বময় ক্ষমতাধর নির্বাহী কর্তৃক শাসিত হয়েছে। সংসদীয় সরকারে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিশাসিত সরকারে রাষ্ট্রপতি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারপ্রধান, সংসদপ্রধান এবং রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি হওয়ায় ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে এক ব্যক্তির হাতে।

আগামীর চ্যালেঞ্জ

বাংলাদেশের সরকার ও জনগণের সামনে এখন একটি প্রধান চ্যালেঞ্জ হলো রাজনীতি ও শাসনব্যবস্থায় সেসব অগণতান্ত্রিক চর্চা বহুদিন থেকে প্রচলিত আছে তাকে নির্মূল করা। এসব চর্চা পরিহার করতে না পারলে আমরা একটি জবাবদিহিমূলক রাজনীতি ও শাসনব্যবস্থার দিকে অগ্রসর হতে পারব না।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান স্থাপন করতে হলে প্রথমেই প্রয়োজন গণতান্ত্রিক রাজনীতির চর্চা। একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনব্যবস্থায় ফিরে আসতে হলে তাকে অর্থ ও পেশিশক্তির প্রভাব থেকে মুক্ত করতে হবে, যাতে সাধারণ মানুষ রাজনৈতিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করতে পারেন।

অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা, জনগণের মুক্ত সমাবেশের অধিকার এবং একটি সত্যিকারের স্বাধীন বিচারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু শাসন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে এবং বিচার বিভাগকে স্বাধীন করতে হবে।

এ লক্ষ্য অর্জনের জন্য রাজনৈতিক দলগুলোকে ‘বিজয়ী সবকিছু পাবে, পরাজিত সব হারাবে’—এই সংস্কৃতি পরিত্যাগ করতে হবে। এই মনোভাবই বাংলাদেশের রাজনীতিকে সংঘাতময় ও একপক্ষীয় করে তুলেছে, পরাজিত দলকে কোণঠাসা করেছে এবং যুক্তিসংগত আলোচনা ও মতবিনিময়ের জায়গা সংকুচিত করেছে।

গণতন্ত্র শুধু নির্বাচন নয়, বরং এটি একটি প্রক্রিয়া, যা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করে। এর জন্য টাকার প্রভাব ও পেশিশক্তির দৌরাত্ম্য বন্ধ করতে হবে, যাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আর কেবল এলিট শ্রেণির কবজায় না থাকে। সংসদকে দলীয় সংঘর্ষের মঞ্চ বানানোর পরিবর্তে জাতীয় সমস্যা সমাধানের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে বর্তমানে রাষ্ট্রক্ষমতা লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতারত বিভিন্ন রাজনৈতিক শক্তির ওপর। তারা যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়, তা হলেই আমাদের গণতন্ত্রের পথের নতুন যাত্রার পথ সুগম হবে।

অধ্যাপক ড.

রওনক জাহান, ডিস্টিংগুইশড ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

(৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের কনফারেন্সে দেওয়া বক্তৃতার সংক্ষেপিত অনুবাদ)

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ সনব যবস থ র গণত ন ত র ক র ব যবহ র কর গণতন ত র র র র জন ত ক ন শ চ ত কর ব যবস থ র ক র জন ত দল গঠন ১৫ বছর পরবর ত ন কর ছ কর ছ ল ন র জন ন র পর ব রব র পর জ ত ত হয় ছ র জন য ত কর ছ আম দ র ন করত ব এনপ ত করত সমর থ গঠন র ক ষমত আইন ও র ওপর

এছাড়াও পড়ুন:

সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় একটা প্রচারণা চলছে যে বিএনপি আগে নির্বাচন চায়, পরে সংস্কার অথবা বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এটা দিয়ে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে।’

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে বিষয়ে জোর দিচ্ছি, সে বিষয়ে অনেকেই বুঝতে সক্ষম হচ্ছেন না। আমরা কখনই এটা বলছি না—আগে নির্বাচন, পরে সংস্কার। আমরা বলে আসছি; প্রথমত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার যেটুকু দরকার, তা করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থাকেন্দ্রিক যে সংস্কার, তা করতে হবে; দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা ব্যবস্থার সংস্কার করতে হবে; তৃতীয়ত, জুডিশিয়াল রিফর্ম (বিচার ব্যবস্থার সংস্কার) করতে হবে। এই তিনটি বিষয়ে সংস্কার অবশ্যই করতে হবে। আজ যে সংস্কার দাবি উঠেছে, তা বিএনপিরই দাবি।’

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি যে ৩১ দফার প্রস্তাব দিয়েছে, সেখানে সংবিধান সংস্কার বিষয়ে সুস্পষ্টভাবে মতামত দিয়েছে। কতগুলো বিষয় আছে যা মীমাংসিত, সেগুলোতে বিএনপি হাত দিতে চায় না।

আরও পড়ুনসংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কী বলছে বিএনপি, জামায়াত ও অন্যরা১৭ জানুয়ারি ২০২৫

ফ্যাসিবাদীদের বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের আশঙ্কা আছে কি না—প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, ‘পরস্পরবিরোধী মতামত নিয়ে সংঘাতের আশঙ্কা নেই। কারণ, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মত। সব রাজনৈতিক দলের যদি একই রকম মতামত হয়, তবে তো একই ধরনের হয়ে গেল। এখানে একেক দলের একেক মত থাকবে। দেশের জনগণ বেছে নেবেন, কোনটা তাঁদের জন্য প্রযোজ্য।’ এর সঙ্গে তিনি যুক্ত করেন, ‘দেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক রয়েছে। আর যাঁরা সংস্কার নিয়ে এসেছেন, তাঁরা জ্ঞানী লোক, পণ্ডিত লোক; বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। তাঁদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু তাঁরা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, তবে আমরা সেটাকে সমর্থন করতে পারি না।’

বিএনপি মহাসচিব বলেন, গোটা পৃথিবীতে ডানপন্থীদের একটা উত্থান হয়েছে। তাঁরা এখন বলছেন, ‘গণতন্ত্র ইজ গোয়িং ডাউন।’ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এলে বিএনপি তাঁর সঙ্গে বৈঠক কর। সেখানে তিনি বলেছিলেন যে ‘গণতন্ত্র এখন বিপদের সম্মুখীন।’ এখন বিভিন্ন দেশে ডানপন্থীদের উত্থান হচ্ছে, কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে, গণতন্ত্র নিচে নামছে। কিন্তু তারপরও গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা, শাসনের জন্য, সুশাসনের জন্য।

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ভারতের মিডিয়ায় যেসব প্রচার হচ্ছে, সেগুলো যে ডাহা মিথ্যা, এটা আপনারা ভালো করে জানেন। ঠাকুরগাঁওয়ে প্রথম দিকে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে অন্যায় হয়েছে। কিন্তু গত কয়েক মাসে কী এসব হয়েছে? অথচ ভারতের মিডিয়ার বয়ানে দেখবেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চরম অন্যায় হচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়ে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। কারণ, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা মিস ইনফরমেশন, মিথ্যা প্রচার ও অপপ্রচারের কারখানা।’

আরও পড়ুনবিএনপির সংস্কার প্রস্তাব: ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় ২৩ নভেম্বর ২০২৪

দলীয় নেতা-কর্মীদের অপরাধ নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ইতিমধ্যে দলীয় কিছু ব্যক্তি, কিছু কিছু কাজ (অপরাধ) করেছিল, যা আমরা প্রশ্রয় দিই না; তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোথাও সংগঠনের কমিটি ভেঙে দিয়েছি, দলের নেতাদের দল থেকে বহিষ্কার করেছি।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওয়াদুল্লাহ মাসুদ, আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলে ফেললেই গণতন্ত্র হয় না: নুসরাত তাবাসসুম
  • নির্বাচনের কথা বলে ফেনা তুলে ফেললেই গণতন্ত্র হয় না: নুসরাত তাবাসসুম
  • ট্রাম্প, নেতানিয়াহু, মোদি ও এরদোয়ানের মধ্যে কেন এত মিল
  • নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত
  • রাজনীতি ছাড়ছেন না লো পেন, আইনি লড়াই করবেন
  • ন্যায় প্রতিষ্ঠায় অবিচল
  • সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল