ঈদকে ঘিরে একসময় নিত্যনতুন নকশা ও ডিজাইনের পোশাক তৈরি করতেন চট্টগ্রাম নগরের খলিফাপট্টির দরজিরা। সম্পূর্ণ নিজস্ব ভাবনায় তাঁরা তা করতেন। এখনো সেই ধারা অব্যাহত আছে। তবে এখন নিজেদের ডিজাইন বাদ দিয়ে ভারত ও পাকিস্তানি পোশাকের অনুকরণে মূলত পোশাক তৈরি হচ্ছে খলিফাপট্টিতে। হালের ফ্যাশনের সঙ্গে তাল মেলানো এসব পোশাকের কদরও রয়েছে সবখানে।

প্রতিবারের মতো এবারও পবিত্র রমজানের দুই থেকে তিন মাস আগে খলিফাপট্টির ব্যস্ততা শুরু হয়েছে। খলিফাপট্টির প্রায় ৩০০ দোকান আধুনিক ডিজাইনের পোশাক তৈরি করে মজুত বাড়িয়েছে, চলছে বিক্রিও। প্রতিবছর রোজার আগে থেকেই বিক্রয় উৎসব শুরু হয় খলিফাপট্টিতে। প্রথম ১৫ রোজার পর আরও জমজমাট হয় ব্যবসা।

দেশভাগের পর ১৯৪৭ সালে দরজিপাড়াটি গড়ে ওঠে নগরের ঘাটফরহাদবেগ–সংলগ্ন এলাকায়। তখনো পোশাক শিল্পকারখানা গড়ে ওঠেনি চট্টগ্রামে। নোয়াখালী থেকে আসা এক–দুজন দরজির হাত ধরে খলিফাপট্টির গোড়াপত্তন শুরু হয়। এ কারণে খলিফাপট্টির প্রায় সব দোকানের মালিক নোয়াখালীর বাসিন্দা। বংশপরম্পরায় তাঁরা ব্যবসা করে চলেছেন।

খুচরা দোকানিরা খলিফাপট্টিতে এসে পোশাক কিনে নিয়ে যান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১৩ জেলায় তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা 

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে এটির গতিপথ কোন দিকে থাকবে, তা এখনই বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  আগামী ২৪ ঘণ্টায় তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে প্রথম দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারের পূর্বাভাস:

বৃষ্টিপাত: ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস:

বৃষ্টিপাত: রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবারের পূর্বাভাস:

বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাস:

বৃষ্টিপাত: ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।

ঢাকা/হাসান/টিপু

সম্পর্কিত নিবন্ধ