জর্জো ভাসারি লিওনার্দো দ্য ভিঞ্চি ও মাইকেলঅ্যাঞ্জেলোর সমসাময়িক চিত্রকর। ভিঞ্চি ও অ্যাঞ্জেলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও ‘অপছন্দে’র ব্যাপার ছিল সেটা তিনিই বলে গেছেন। এক বেনামি পাণ্ডুলিপি থেকে জানা যায়, রাস্তাঘাটেও তর্কে জড়িয়েছেন দুজন। ভিঞ্চির বিশ্বাস ছিল, সৌন্দর্য বিজ্ঞান হতে উৎসারিত। অ্যাঞ্জেলো মনে করতেন, সৃষ্টিকর্তাই সব সৌন্দর্যের উৎস।

রদ্রিগো ও হুলিয়ান আলভারেজ ভিঞ্চিও নন, অ্যাঞ্জেলোও নন। ফুটবল খেলার সৌন্দর্য তাঁদের পায়ে আছে বটে, তবে চারুকলায় ভিঞ্চি ও অ্যাঞ্জেলো যে মাপের, ফুটবলের সৌন্দর্যে তাঁরা এখনো সেখানে আসতে পারেননি। কিন্তু মানুষ চাইলে কী না হয়! চেষ্টা এবং খুব করে চাইলে বোধ হয় কখনো কখনো কোনো কোনো রাতে নিজের মধ্যে ভিঞ্চি কিংবা অ্যাঞ্জেলোও নামিয়ে ফেলা যায়!

আরও পড়ুন৭ গোলে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড আর্সেনালের৬ ঘণ্টা আগে

রদ্রিগো ও আলভারেজ বোধ হয় তা টের পাননি—সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁদের পা-টা ঠিক যে মুহূর্তে তুলি হয়ে উঠেছিল, তখন কারও কারও চোখে দৃশ্য দুটো ফুটেছে এভাবে, ওটা যেন ভিঞ্চির তুলির টান, অন্যটি অ্যাঞ্জেলোর! কিংবা অন্য ভাবনাও আসতে পারে। রদ্রিগো ও আলভারেজের গোল দুটি দেখে মনে হতে পারে, এ তো রবিনের জোড়া তির! রবিনকে চিনলেন না, সেই যে শেরউড জঙ্গলের রবিনহুড। দুটি গোলই একদম তিরের ফলার মতো লক্ষ্যভেদ করেছে।

গোলের পর রদ্রিগোর উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন দর য আলভ র জ

এছাড়াও পড়ুন:

বিএসইসিতে সৃষ্ট বিশৃঙ্খলার দ্রুত সমাধান চায় ডিবিএ

পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে এই ঘটনার দ্রুত সমাধান চেয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, যেখানে দীর্ঘ বছর ধরে দেশ বিদেশের নানান নেতিবাচক ঘটনা ও সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল পার করছে, লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে ভুগছে, সেখানে নিয়ন্ত্রক সংস্থার মতো অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খল ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয়। এই ঘটনা বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সকলের মাঝে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। কমিশনের ভেতরে চলমান ঘটনার দ্রুত সমাধান না হলে বাজারে বিদ্যমান আস্থার সংকট আরও প্রকট হতে পারে এবং দেশি বিদেশি বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। 

এ বিষয়ে সাইফুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, কমিশনের অভ্যন্তরে সৃষ্ট এই ঘটনা বাজারে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাজারে বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে এবং সামগ্রিকভাবে বাজারকে অস্থিতিশীল করে দেবে। তাই বাজারের জন্য ক্ষতিকর কমিশনের অভ্যন্তরে চলমান বিশৃঙ্খলা দ্রুত বন্ধ হওয়া দরকার। বাজারের বৃহত্তর স্বার্থে কমিশনে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। 

সম্পর্কিত নিবন্ধ