Samakal:
2025-04-28@19:53:00 GMT

জ্যোতিদের কোচ নিয়ে প্রশ্ন

Published: 5th, March 2025 GMT

জ্যোতিদের কোচ নিয়ে প্রশ্ন

নাজমুল হাসান পাপনের মেয়াদে নারী-পুরুষ জাতীয় দলের কোচিং স্টাফ ছিল বিদেশি। ছেলেদের ক্রিকেটে দেশের কোচদের নেওয়া হতো না। নারীদের কোচিং স্টাফে দেশি-বিদেশির মিশেল ছিল। এবার তো নারী দলে বিদেশি কোচ থাকছেই না। সম্পূর্ণ দেশি কোচ নিয়োগ দেওয়া হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। সরওয়ার ইমরানকে দীর্ঘ মেয়াদে জাতীয় নারী দলের প্রধান কোচ করা হয়েছে। বেশ কয়েক বছর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের কোচিং করানোর সুযোগ না পাওয়া ইমরানের কপাল খুলে গেছে বিসিবির পট পরিবর্তন হওয়ায়। বিসিবির একটি সূত্রে জানা গেছে, ইমরানের পছন্দে প্যানেলের বাকি কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ট্রেনার নিয়োগ দেওয়া হয়েছে বিকেএসপির অ্যাথলেটিকস কোচ ফৌজিয়া হুদা জুঁইকে।

গত দুই বছর নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন শ্রীলঙ্কান হাসান তিলকারত্নে। ফিজিও-ট্রেনারও ছিলেন লঙ্কান। হাসানের সময়ে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ওমেন্স চ্যাম্পিয়নশিপে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম হওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাই বলেন হাসান। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে দেশি কোচ ইমরানকে। 

ক্রিকেট বোর্ডে আলোচনা ইমরান নিজের পছন্দের কোচিং স্টাফ দিয়ে প্যানেল সাজাতে চান। প্রধান কোচের মতো গুরুত্বপূর্ণ পদে দেশি কোচ নিয়োগ দেওয়ার কারণ জানতে চাওয়া হলে বিসিবি নারী ক্রিকেটের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা দেশের সেরা কোচকে কাজে লাগাতে চেষ্টা করছি। বিদেশি কোচের অধীনে দেখেছি। দেশি কোচের অধীনে কেমন করে দেখা প্রয়োজন। আমি আশাবাদী ইমরানের অধীনে ভালো করবে মেয়েরা।’

ইমরান জাতীয় দলের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন। প্রধান কোচ, সহকারী কোচ, পেস বোলিং কোচের ভূমিকায় দেখা গেছে তাঁকে। ইমরানের কোচিং যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন উঠেছে তাঁর বয়স, সক্ষমতা, কোচিং প্রযুক্তির সঙ্গে অভ্যস্ততা নিয়ে। 

জাতীয় দলের সাবেক একজন অধিনায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাকি টেস্ট খেলুড়ে দেশ যেখানে ছেলে-মেয়েদের ক্রিকেটে সুযোগ-সুবিধা সমান করছে, বিসিবি সেখানে ‘কোরাম’ করে পেছনের দিকে হাঁটছে। এভাবে চললে নারী ক্রিকেটের উন্নতি হবে না। শুনেছি ইমরান ভাই ডিমেনশিয়ায় ভুগছেন। বিষয়টি সত্য হলে চিন্তার কারণ।” 

ইমরানকে বিসিবি নারী বিভাগের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কয়েক মাস আগে। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ দলের কোচ ছিলেন তিনি। সুপার টুয়েলভ থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। জাতীয় দলে ইমরানের অ্যাসাইনমেন্ট বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট দিয়ে। এপ্রিলে পাকিস্তানে হবে বাছাই টুর্নামেন্টটি। বিকেএসপির অ্যাথলেটিকস কোচ ফৌজিয়া হুদা জুঁইকে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ট্রেনার হিসেবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় দল র ইমর ন র

এছাড়াও পড়ুন:

তৃতীয় পক্ষের অ্যাপে মোবাইল প্যাকেজ ওভার চার্জিং

বিকাশের মতো তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে উচ্চ মূল্যে মোবাইল ইন্টারনেট প্যাকেজ বিক্রির অভিযোগ এসেছে। ‘মোবাইল প্যাকেজ ওভার চার্জিং: এ কল ফর রেগুলেটরি অডিট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন’ শীর্ষক প্রতিবেদনে মোবাইল অপারেটর অ্যাপে তালিকাভুক্ত দাম এবং বাহ্যিক চ্যানেলের মাধ্যমে চার্জ করা মূল্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে।

প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজগুলো অনুমোদিত মূল্যের চেয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ বেশি হারে বিক্রি হয়েছিল। মোবাইল অপারেটরের নিজস্ব অ্যাপে ৩০ দিনের ৪৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪৯৭ টাকা, কিন্তু একই প্যাকটি বিকাশের মাধ্যমে ৫৯৮ টাকায় বিক্রি হয়েছে, যা ২০ শতাংশ বৃদ্ধি।

১৯৮ টাকায় তালিকাভুক্ত একটি ৭ দিনের ২৫ জিবি প্যাক বিকাশের মাধ্যমে একই দামে ২০ জিবি প্যাক হিসাবে বিক্রি হয়েছিল, যা ৮০ শতাংশ ওভারচার্জ।

২২৭ টাকা মূল্যের একটি সাত দিনের ৪০ জিবি প্যাক বিকাশে একই মূল্যের জন্য ৩৫ জিবি কমিয়ে দেওয়া হয়েছে, যা ভিত্তি মূল্যের তুলনায় ৭০ শতাংশ বৃদ্ধি।

৭  দিনের ১০ জিবি এবং ৩-দিনের ৫ জিবি বিকল্পগুলোসহ অন্যান্য প্যাকেজগুলোও ৫৫ শতাংশ থেকে ৫৮ শতাংশ অতিরিক্ত চার্জে বিক্রি হয়েছে।
ফয়েজ আহমেদ লেখেন, বিটিআরসিতে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের অধীনে একটি সুষ্পষ্ট প্রাইসিং রেগুলেশন রয়েছে। তার তোয়াক্কা না করে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত প্রাক্কলন অতিরিক্ত মূল্য আদায় গ্রাহকস্বার্থ ও রাষ্ট্রের সার্বিক স্বার্থবিরোধী বলেই বিবেচিত হওয়া উচিত। বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের রেগুলেটরি শাস্তির মুখোমুখি করা দরকার বলে।

সম্পর্কিত নিবন্ধ