চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল শুবমান গিল ফেরার পর বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে নামলেন ৫ ওভারে ভারতের স্কোর তখন ৩০/১। সেই কোহলি ফিরলেন ৪৩তম ওভারে দলকে ২২৫ রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৮৪ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরিটা হাতছাড়া করলেও বড় এক রেকর্ড গড়েই ফিরেছেন কোহলি।

রেকর্ডটা আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলার। যাঁর ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কেড়েছেন, সেই শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ড কাড়লেন কোহলি। গতকালের ইনিংসটি ছিল বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে কোহলির ২৪তম ৫০ বা এর বেশি রানের ইনিংস। টেন্ডুলকারে ৫০ ছাড়ানো ইনিংস ২৩টি।

কোহলি ও টেন্ডুলকার যখন সতীর্থ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমালো জাতিসংঘ

আগামী এপ্রিল মাস থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) লিখিতভাবে বাংলাদেশকে এ কথা জানিয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ডব্লিউএফপি গত মঙ্গলবার মৌখিকভাবে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন কমানোর কথা জানিয়েছিল। রেশন কমানোর বিষয়টি নিশ্চিত করে আজ (বুধবার) সংস্থাটি চিঠি দিয়েছে। ফলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবে রেশন হিসেবে।

তহবিলের ঘাটতির কারণে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, চিঠিতে সংস্থাটি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে; কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।

এদিকে ঢাকায় ডব্লিউএফপির এক মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানায়, সামনের সপ্তাহগুলোতে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করলে রোহিঙ্গাদের জন্য রেশনে কাটছাঁটের বিষয়টি এড়ানো যেতে পারে। ডব্লিউএফপি এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য দাতাদের কাছে ৮১ মিলিয়ন ডলারের সহায়তা চেয়েছে। রোহিঙ্গাদের জন্য মাথাপিছু ছয় ডলারের রেশন বরাদ্দের ফলে ন্যূনতম বেঁচে থাকার স্তর নিচে নেমে যাবে এবং মৌলিক খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে না।

সম্পর্কিত নিবন্ধ