যে বয়সে মানুষ জীবনের পাওয়া না–পাওয়ার হিসাব কষতে বসেন, সেই বয়সে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন ৮৭ বছর বয়সী কিম গ্যাপ-নিও। দক্ষিণ কোরিয়ার এই নারী আগামী মাসে তাঁর বিশ্ববিদ্যালয়জীবন শুরু করতে চলেছেন।

জীবন সব সময়ই কিমের সামনে কঠিন রূপ নিয়ে এসেছে। তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পরিবারের চাপে ছাড়তে হয় লেখাপড়া। কিশোর বয়সে বিয়ে করবেন না বলে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন, শুরু হয়েছিল নতুন এক সংগ্রাম।

জীবনভর সাহসের সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গেছেন কিম। তবে সব সময় মনের কোণে লালন করেছেন ছোটবেলার অপূর্ণ এক ইচ্ছা।

কিমের জন্ম ১৯৩৮ সালে। কোরিয়া জাপানের দখলমুক্ত হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ে যেতে শুরু করেন কিম। কিন্তু ছোট ভাইবোনদের লালন-পালনের জন্য মায়ের আদেশে লেখাপড়ার ইতি টানতে হয় তাঁকে। কিমের ১৭ বছর বয়সে তাঁর বাবা মারা যাওয়ার পর পরিবারের সংকট আরও গভীর হয়। মা তাঁকে বিয়ের জন্য চাপ দেন।

তবে বিয়েতে মোটেই রাজি ছিলেন না কিশোরী কিম। বাড়ি থেকে পালিয়ে বুসানে চলে যান, একটি জুতার দোকানে কাজ নেন। এক বছর পর সেখান থেকে চলে যান সিউলে। সেখানে করেছেন নানা কাজ। বিয়ে করেন, জন্ম হয় পাঁচ মেয়ের। স্বামী অসুস্থ থাকায় পাঁচ মেয়েকে বড় করার দায়িত্ব তাঁর কাঁধেই বর্তায়।

১৫ বছর রোগে ভুগে স্বামী যখন মারা যান, তখন কিমের বয়স ৪৭। তখনো তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এভাবে দায়িত্ব পালন করতে করতে ৮০ বছর বয়স হয়ে যায় তাঁর।

তত দিনে অবশ্য দায়িত্ব থেকে খানিকটা ফুরসত মিলেছে। কিম সিদ্ধান্ত নেন, বিদ্যালয়ে ফিরবেন। এক বন্ধুর সহযোগিতায় ভর্তি হন ইয়াংওন এলিমেন্টারি স্কুলে। যাঁরা শৈশবে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হন, তাঁদের ওই স্কুলে ভর্তি নেওয়া হয়। এরপর ইলসাং উইমেন্স হাইস্কুলে।

বিদ্যালয়ের দিনগুলো দারুণ কেটেছে জানিয়ে এই বৃদ্ধা বলেন, স্কুলব্যাগ কাঁধে ঝোলালেই নিজেকে কিশোরী মনে হতো।

সহপাঠীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন কিম, ইতিহাস পড়তে ভালোবাসতেন। অংক আর ইংরেজি শিখতে বেশ কষ্ট হয়েছে বলে জানান। এ বছর ফেব্রুয়ারিতে সাফল্যের সঙ্গে হাইস্কুল পাস করেন কিম।

আগামী মাসে সুকমইয়াং উইমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অপেক্ষায় আছেন এই নারী, পড়বেন সমাজ কল্যাণ নিয়ে। কিম বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমি শুধু পড়তে ভালোবাসি, আর মানুষের সঙ্গে থাকতে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর বয়স র বয়স

এছাড়াও পড়ুন:

আমেরিকা ফিরে এসেছে: ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার কংগ্রেসে প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা ফিরে এসেছে’। ক্ষমতায় বসার ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু এবং সরকারি হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পর দেওয়া এ ভাষণের সময় উজ্জীবিত দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।

আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এদিন কংগ্রেসে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্টের বক্তব্য দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এনে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের পরদিন কংগ্রেসে দেওয়া তাঁর এ ভাষণ গুরুত্ব দিয়ে দেখেছেন বিশ্বনেতারা। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাগ্‌বিতণ্ডার পর দেশটিতে সামরিক সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনের প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে। তিন বছর আগে ইউক্রেনে এ হামলা শুরু করে রাশিয়া। এত দিন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে এসেছে। এখন যুক্তরাষ্ট্রের নীতির এ পরিবর্তন ট্রাম্পের রাশিয়ার দিকে ঝুঁকে পড়ারই বার্তা দিচ্ছে।

ট্রাম্প তাঁর দীর্ঘ বক্তব্যে মাত্র কয়েক মিনিট পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন। ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি সই এগিয়ে নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বাগ্‌বিতণ্ডার পর এ চুক্তি সই পিছিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘একই সঙ্গে রাশিয়ার সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তারা শান্তির জন্য প্রস্তুত এমন জোরালো ইঙ্গিত পেয়েছি। এটি কি চমৎকার হবে না?’

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়ানোর বিষয়ে আবারও নিজের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তাঁর প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আব্রাহাম চুক্তি সই হয়েছিল।

যুদ্ধ শুরুর জন্য ট্রাম্প দৃশ্যত ইউক্রেনকে দায়ী করেছেন। তবে রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, দুই–তৃতীয়াংশ রিপাবলিকানসহ ৭০ শতাংশ মার্কিনি এ জন্য রাশিয়াকে বেশি দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেটে ভারসাম্য আনার অঙ্গীকার করেছেন ট্রাম্প। যদিও ব্যাপকহারে কর কমানোর জন্য বিল পাসে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, এতে কেন্দ্রীয় সরকারের ৩৬ লাখ কোটি ডলারের ঋণের বোঝার সঙ্গে আরও পাঁচ লাখ কোটি ডলার যোগ হবে। এ বছরের শেষের দিকে কংগ্রেসকে দেশটির ঋণের সীমা বাড়াতে হবে, অন্যথায় ভয়াবহ খেলাপি হওয়ার ঝুঁকি তৈরি হবে।

ট্রাম্পের বক্তব্যে তাঁর নির্বাচনী প্রচারের কিছু উল্লেখযোগ্য বিষয় উঠে আসে। তিনি বারবার তাঁর পূর্বসূরি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করে বক্তব্য দেন। অপরাধে জড়িত অভিবাসীদের ‘বর্বর’ আখ্যায়িত করেন। এ ছাড়া ‘লিঙ্গ রূপান্তরের মতাদর্শ’ নিষিদ্ধের প্রতিশ্রুতি দেন।

সম্পর্কিত নিবন্ধ