সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, গ্রামের ওয়াকিব আলীর গোষ্ঠী ও সৈয়দ আহমদ গোষ্ঠীর মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার ইফতারের আগ মূহূর্তে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় নারীসহ অন্তত ৫০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
আরো পড়ুন:
হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০
মাগুরায় বিএনপির সদস্য ফরম সংগ্রহ নিয়ে সংঘর্ষ, আহত ২০
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
“স্থানীদের হিসেব অনুযায়ী ৫০ জন আহত হলেও আমরা ২৫ জন আহত পেয়েছি, গুরুতর কোনো আহত ব্যক্তি পাইনি। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে” যোগ করেন তিনি।
ঢাকা/মনোয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত জন আহত স ঘর ষ ন আহত
এছাড়াও পড়ুন:
শজনে–উচ্ছে দিয়ে ডালের রেসিপি
ছবি: সাবিনা ইয়াসমিন