ঢাকায় চার দিনের প্রস্তুতি গতকাল শেষ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আসল প্রস্তুতি নিতে আজ সৌদি আরব যাচ্ছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। 

বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সেখানে গিয়ে দু-একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। ১৭ মার্চ সৌদি আরব থেকে ঢাকায় ফেরার কথা লাল-সবুজের দলটির। এর পর ২০ মার্চ শিলংয়ে ওড়াল দেবে পুরো দল।

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বড় আকর্ষণ হামজা চৌধুরী। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা এ ফুটবলার ১৭ মার্চ বাংলাদেশে আসবেন। সেদিন সরাসরি সিলেটের হবিগঞ্জে তাঁর পৈতৃক নিবাসে এক দিন থাকতে চান তিনি। পরদিন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা। 

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ডিফেন্ডারের আগমন নিয়ে বেশ কয়েক দিন ধরেই কাজ করছে বাফুফে। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা হামজার ম্যাচ দেখার জন্য তাঁর পুরো পরিবারই শিলংয়ের গ্যালারিতে থাকবেন বলে জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল

এছাড়াও পড়ুন:

বৈশাখে ভাজতে পারেন পাটপাতার বড়া, দেখুন রেসিপি

উপকরণ: কচি পাটপাতা ২০ থেকে ২৫টি, বেসন ১ কাপ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, কালিজিরা সামান্য পরিমাণ, পানি পরিমাণমতো, সয়াবিন তেল পরিমাণমতো, চালের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া সিকি চা-চামচ (ঐচ্ছিক), মরিচের গুঁড়া সিকি চা-চামচ (ঐচ্ছিক)।

প্রণালি: তেল আর পাতা ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে মাখান। পানি কম হলে আরেকটু মিশিয়ে নিন। পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল দিন। তেল গরম হলে একটা একটা করে পাতা মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে। সোনালি রং হলে তেল থেকে উঠিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুনবৈশাখের রান্না১৩ এপ্রিল ২০১১

সম্পর্কিত নিবন্ধ