প্রস্তুতি নিতে আজ সৌদি যাচ্ছেন জামালরা
Published: 5th, March 2025 GMT
ঢাকায় চার দিনের প্রস্তুতি গতকাল শেষ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আসল প্রস্তুতি নিতে আজ সৌদি আরব যাচ্ছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।
বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সেখানে গিয়ে দু-একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। ১৭ মার্চ সৌদি আরব থেকে ঢাকায় ফেরার কথা লাল-সবুজের দলটির। এর পর ২০ মার্চ শিলংয়ে ওড়াল দেবে পুরো দল।
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বড় আকর্ষণ হামজা চৌধুরী। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা এ ফুটবলার ১৭ মার্চ বাংলাদেশে আসবেন। সেদিন সরাসরি সিলেটের হবিগঞ্জে তাঁর পৈতৃক নিবাসে এক দিন থাকতে চান তিনি। পরদিন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ডিফেন্ডারের আগমন নিয়ে বেশ কয়েক দিন ধরেই কাজ করছে বাফুফে। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা হামজার ম্যাচ দেখার জন্য তাঁর পুরো পরিবারই শিলংয়ের গ্যালারিতে থাকবেন বলে জানা গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল
এছাড়াও পড়ুন:
কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪
ভারতের মধ্য কলকাতারা একটি হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। এত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে মধ্য কলকাতারা বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এ ঘটনা ঘটে।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।
জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, পুরোপুরি আগুন নেভে রাত ৩টার দিকে।