চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলে পরিবর্তন আসবে তা অনুমেয় ছিল। সামনে তাদের নিউ জিল‌্যান্ড সফর। এই সিরিজের জন্য অধিনায়কও পরিবর্তন করেছে পিসিবি।

অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি দলে রাখেনি তারা। বাদ পড়েছেন অন্যতম সেরা বাবর আজমও। এছাড়া, ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি।

নিউ জিল‌্যান্ড সফরে পাকিস্তান পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে। দুই দলের জন্য আলাদা আলাদা দল দিয়েছে পিসিবি।

রিজওয়ানের জায়গায় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। রিজওয়ান অধিনায়ক হওয়ার পর পাঁচ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দল জিততে পারেনি একটিতেও। তার অনুপস্থিতিতে সালমানের অধিনায়কত্বে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এবার তার ওপর নিউ জিল্যান্ড সিরিজে ভরসা রাখল পিসিবি।

টি-টোয়েন্টি দলে বেশ পরিবর্তন এনেছে। মোহাম্মদ হারিস ফিরেছেন। নেওয়া হয়েছে ২২ বছর বয়সী হাসান নাওয়াজকে। এছাড়া, প্রতিশ্রুতিশীল আব্দুল সামাদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। ফেরানো হয়েছে খুশদিল শাহকে।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলে তেমন পরিবর্তন আসেনি। জায়গা ধরে রেখেছেন রিজওয়ান ও বাবর। দলে ফিরেছেন আবদুল্লাহ শাফিক। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার আকিফ জাভেদ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ করেছিলেন বাঁহাতি এই পেসার।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ বাবর ও রিজওয়ানকে নিয়ে বলেছেন, ‘‘আমাদের নতুন ও তরুণ খেলোয়াড়দের আনা এবং আমরা যে ক্রিকেট খেলছি, তার ধরনে পরিবর্তন দরকার। অনেক দল তাদের টি-টোয়েন্টি দলগুলোকে অন্য সংস্করণ থেকে আলাদা করেছে, ৮০-৯০ শতাংশ পর্যন্ত আলাদা।”

তাদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন আকিব, ‘‘বাবর, শাহিন (আফ্রিদি), রিজের (রিজওয়ান) মতো শীর্ষ খেলোয়াড়রা এত বেশি সফর করে যে, তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় থাকে না। এখন তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় আছে। যতক্ষণ না চার দিনের ম্যাচ খেলবেন, ততক্ষণ টেস্ট বা ওয়ানডেতে উন্নতি করতে পারবেন না।’’

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: হাসান নাওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, সালমান আলী আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।

পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হাক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ র জওয় ন

এছাড়াও পড়ুন:

গাজীপুরে অবশেষে মঞ্চস্থ হচ্ছে ‘আপন দুলাল’

গাজীপুরের কাপাসিয়ায় বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নাটক একই মাঠে মঞ্চস্থের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

শনিবার (৫ এপ্রিল) সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। 

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন। 

ইউএনও বলেন, “নাটকের আয়োজকেরা আমাকে কনফার্ম করেছেন আজ (শনিবার)  বেলা ১১টায় একই মাঠে তারা নাটকটি মঞ্চায়ন করবেন।”

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান সাংবাদিকদের বলেন, “এ বিষয়টি নিয়ে আমাদের এসি ল্যান্ড গণমাধ্যমকর্মীদের নিয়ে বসেছিলেন। সেখানে কাপাসিয়া থানার ওসি, বিএনপির নেতৃবৃন্দ, মুসল্লিদের প্রতিনিধি, নাটকের আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে নাটকটি একই মাঠে মঞ্চায়নের সিদ্ধান্ত হয়েছে। সেখানে আজ নাটক মঞ্চায়ন হবে।”

কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন বলেন, “আয়োজনকারীরা নাটকটি মঞ্চস্থ করবে। তারা যদি নাটকটি করে, তাদের সার্বিক সহযোগিতা করা হবে। অশ্লীল কোনো ছবি প্রদর্শন যেন না করতে পারে, সে বিষয়ে আমরা সজাগ থাকব।”

জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে গত বৃহস্পতিবার সকালে ‘আপন দুলাল’ নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল। ৫২ বছর ধরে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আয়োজনে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছিল। এটি ছিল ৫২তম আসর। স্থানীয় একটি পক্ষের আপত্তির কারণে নাটকের মঞ্চায়ন বাতিল হয়ে যায়। আর এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি “গাজীপুরে মুসল্লিদের বাধার মুখে বাতিল হলো ‘আপন দুলাল’ মঞ্চায়ন” শিরোনামে সংবাদ প্রকাশ করে। এছাড়াও দেশের অন্যান্য গণমাধ্যম বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করে। তবে পুলিশ সদর দপ্তর বলেছে, নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে ছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “মূলতঃ আয়োজক কমিটির এক সদস্য দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা। তার সঙ্গে উপজেলা বিএনপির এক নেতার মধ্যে বিরোধের জেরে ওই নাটক বন্ধ করার সিদ্ধান্ত হয়। অন্য কারণে তা বন্ধ হয়নি। কিন্তু পরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসন ও  আয়োজক নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সমঝোতার পর নাটকটি শনিবার বেলা ১১টা থেকে একই স্থানেই মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়েছে।”

ঢাকা/রফিক/টিপু 

সম্পর্কিত নিবন্ধ