রিজওয়ান-বাবর নেই টি-টোয়েন্টিতে, ওয়ানডে থেকে বাদ আফ্রিদি
Published: 5th, March 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলে পরিবর্তন আসবে তা অনুমেয় ছিল। সামনে তাদের নিউ জিল্যান্ড সফর। এই সিরিজের জন্য অধিনায়কও পরিবর্তন করেছে পিসিবি।
অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি দলে রাখেনি তারা। বাদ পড়েছেন অন্যতম সেরা বাবর আজমও। এছাড়া, ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি।
নিউ জিল্যান্ড সফরে পাকিস্তান পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে। দুই দলের জন্য আলাদা আলাদা দল দিয়েছে পিসিবি।
রিজওয়ানের জায়গায় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। রিজওয়ান অধিনায়ক হওয়ার পর পাঁচ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দল জিততে পারেনি একটিতেও। তার অনুপস্থিতিতে সালমানের অধিনায়কত্বে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এবার তার ওপর নিউ জিল্যান্ড সিরিজে ভরসা রাখল পিসিবি।
টি-টোয়েন্টি দলে বেশ পরিবর্তন এনেছে। মোহাম্মদ হারিস ফিরেছেন। নেওয়া হয়েছে ২২ বছর বয়সী হাসান নাওয়াজকে। এছাড়া, প্রতিশ্রুতিশীল আব্দুল সামাদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। ফেরানো হয়েছে খুশদিল শাহকে।
টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলে তেমন পরিবর্তন আসেনি। জায়গা ধরে রেখেছেন রিজওয়ান ও বাবর। দলে ফিরেছেন আবদুল্লাহ শাফিক। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার আকিফ জাভেদ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ করেছিলেন বাঁহাতি এই পেসার।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ বাবর ও রিজওয়ানকে নিয়ে বলেছেন, ‘‘আমাদের নতুন ও তরুণ খেলোয়াড়দের আনা এবং আমরা যে ক্রিকেট খেলছি, তার ধরনে পরিবর্তন দরকার। অনেক দল তাদের টি-টোয়েন্টি দলগুলোকে অন্য সংস্করণ থেকে আলাদা করেছে, ৮০-৯০ শতাংশ পর্যন্ত আলাদা।”
তাদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন আকিব, ‘‘বাবর, শাহিন (আফ্রিদি), রিজের (রিজওয়ান) মতো শীর্ষ খেলোয়াড়রা এত বেশি সফর করে যে, তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় থাকে না। এখন তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় আছে। যতক্ষণ না চার দিনের ম্যাচ খেলবেন, ততক্ষণ টেস্ট বা ওয়ানডেতে উন্নতি করতে পারবেন না।’’
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: হাসান নাওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, সালমান আলী আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।
পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হাক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ র জওয় ন
এছাড়াও পড়ুন:
সরকার শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে: প্রেস সচিব
দেশের কারখানাগুলোয় স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার কাতারের দোহায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তাঁরা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরকালে কাতার এনার্জির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের কারখানাগুলোয় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনালটি স্থাপন করা হবে।
প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তাঁর প্রেস সচিব বলেন, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলবেন, এটি সবচেয়ে সফল ও অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর একটি।
শফিকুল আলম আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।
দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে।
অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।