পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে আজ। বুধবার (৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করবেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ ঠিক করেন।

মামলার আসামিরা হলেন- রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী।

আসামিদের মধ্যে রবিউল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। আর অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী জামিনে আছে। তাদের বিচার শিশু আদালতে চলছে।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে আদালতে ২৬ জন সাক্ষ্য দেন।

ঢাকা/মামুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে বাস ও পিকআপ সংঘর্ষে নারী নিহত

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রেহেনা বেগম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী। আহতদের নাম জানা যায়নি।

আরো পড়ুন:

ভ্যানকে ধাক্কা দিল ট্রাক, শিশুসহ নিহত ২

লাঙ্গলবন্দে স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১০

ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‍“ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থাকে আসা একটি পিকআপ ভ্যানের পাথালিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ