২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে এবার ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকছে। এসব বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আজ বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। ২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫ইউনিটভিত্তিক আবেদন ও প্রাথমিক আবেদনের যোগ্যতা

*ইউনিট এ: বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.

৫০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

*ইউনিট বি: মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

ছবি: দীপু মালাকার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য

এছাড়াও পড়ুন:

প্রবাস থেকে আসা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

সকাল ১০টায় পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষার্থী মো. হাসানের। এর আগেই সকাল সাতটার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বাড়িতে আসে প্রবাসী বাবার নিথর দেহ। প্রায় দুই মাস ছয় দিন আগে তিনি সৌদি আরবে মারা যান। বুকে পাথর চেপে বাড়ির আঙিনায় বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেয় হাসান।

আজ রোববার কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই প্রবাসীর নাম মো. হানিফ মিয়া। তাঁর ছেলে হাসান স্থানীয় ইউছুফপুর আইডিয়াল হাইস্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে হানিফ মিয়া ২০০৮ সালে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে দেশটির হাবুনা অঞ্চলে একটি পুলিশ স্টেশনের খাবার রান্নার কাজ করতেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে আজ রোববার লাশ হয়ে তিনি বাড়িতে ফিরেছেন।

স্বজনেরা জানান, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ৪৫ বছর বয়সী হানিফ মিয়া কর্মরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর ২৬ এপ্রিল দিবাগত রাতে হানিফ মিয়ার লাশ ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ সকালে মরদেহ দেখে পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। বাবার লাশ দেখে বারবার মূর্ছা যায় হাসান। এমন অবস্থার মধ্যে তার চাচাতো ভাই আরেফিন তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যায়। আরেফিনও হাসানের সঙ্গে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল হাসানের। পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পর জোহরের নামাজের পর জানাজা শেষে হানিফ মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাসান বলে, ‘বাবা আমাদের মানুষ করার জন্য বিদেশে অনেক কষ্ট করেছেন। আমরা ভাইবোনেরা এতিম হয়ে গেলাম। আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। আমি বাবার জন্য সবার কাছে দোয়া চাই।’

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখে শোকাবহ মন নিয়ে ছেলেটা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। হানিফের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তুলতে চান?
  • মার্জিন ঋণ নিতে বিনিয়োগ লাগবে কমপক্ষে ১০ লাখ টাকা
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, ৩ দিনে নিহত ৭১
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৭১
  • পরীক্ষার দিন বাদ দিয়ে নিয়মিত ক্লাস নেওয়ার নির্দেশ
  • বিটিসিএলে ১৩১ পদে নিয়োগ, নবম-দশম গ্রেডে চাকরি করতে চাইলে করুন আবেদন
  • মোবাইল গেমে আসক্ত এইচএসসি পরীক্ষার্থীর কাণ্ড
  • কাশ্মীরে ৯টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী 
  • প্রবাস থেকে আসা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
  • পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছে ৪ লাখ মানুষ