নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে শিশুসহ আটজন দগ্ধ
Published: 5th, March 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে তিতাস গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে আগুনে নারী-শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোদনাইলের পশ্চিম ধনকুন্ডার (শান্তিবাগ) ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. সাব্বিব (১৬), মো. হান্নান (৪০), লাকি খাতুন (৩০), মোছা.
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বেশির ভাগের অবস্থায় আশঙ্কাজনক। সাব্বিরের শরীরের ২৭, হান্নানের ৪৫, লাকির ২২, সামিয়ার ৭, জান্নাতের ৩, রূপালীর ৩৪, সুমাইয়ার ৪৪ ও সোহাগের শরীর ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় বাড়ির মালিক মো. ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মামলা করেছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেড কোম্পানির নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান। তবে ঘটনার পর থেকে পলাতক ইব্রাহিম।
স্থানীয় বাসিন্দা শাহিদা, আলেয়া ও আব্দুর রহিম জানান, বাড়ির মালিক ইব্রাহিমের খেয়ালিপনার কারণে বিস্ফোরণ হয়েছে। আগেও বাড়ির দুটি কক্ষে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগেছিল। কিন্তু বাড়ির মালিক তা আমলে নেননি।
গতকাল তিতাস গ্যাসের কর্মকর্তারা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। পাঁচ বছরের বেশি বাড়িটিতে অবৈধ গ্যাসের সংযোগ ছিল বলে জানা গেছে।
তিতাসের নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান বলেন, ‘আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেব।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, তিতাস গ্যাসের ব্যবস্থাপক বাড়িটিতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন। তদন্ত করে অভিযোগটি বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হিসেবে গ্রহণ করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব যবস থ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা জাগরণী সংসদ প্রাঙ্গণে মোবাইল থেরাপী ভ্যানের মাধ্যমে দুই দিনব্যাপী এ সেবাদান কার্যক্রম সম্পন্ন হয়।
এরআগে রবিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে এবং আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার ব্যবস্থাপনায় ও জাগরণী সংসদের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান কার্যক্রমটি শুরু হয়।
সেবা প্রদান কার্যক্রমটি পরিচালনা করেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের কনসালট্যান্ট ফিজিওথেরাপী ডা: সানজিদা নুসরাত সিলভী, থেরাপী সহকারী আজমেরী আক্তার, টেকনিশিয়ান-২ মো: এরশাদুর রহমান ও মোবাইল থেরাপী ভ্যান-১৮ এর হেলপার মো: এরশাদ শিকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে এ সেবাদান কার্যক্রমটি সম্পন্ন করেন, আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আ: মতিন, যুব সমাজ কল্যান সংগঠনের সভাপতি আ: রহিম, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দপ্তর সম্পাদক তৌহিদ শিকদার, ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আলমগীর হোসেন খোকা, স্বপন ভুঁইয়া, সাজু খান, রমজান হোসেন, মাসুম, মিলন মিয়া, আনোয়ার হোসেন, জাহিদ, নাজমুল হোসেন, কামাল ভুঁইয়া ও কবির মোল্লাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।