নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে তিতাস গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে আগুনে নারী-শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোদনাইলের পশ্চিম ধনকুন্ডার (শান্তিবাগ) ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. সাব্বিব (১৬), মো. হান্নান (৪০), লাকি খাতুন (৩০), মোছা.

সামিয়া (৯), জান্নাত আলা (৩), রূপালী খাতুন (২০), সুমাইয়া আকতার (১ বছর ৬ মাস) ও মো. সোহাগ (২৩)। সবাই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বেশির ভাগের অবস্থায় আশঙ্কাজনক। সাব্বিরের শরীরের ২৭, হান্নানের ৪৫, লাকির ২২, সামিয়ার ৭, জান্নাতের ৩, রূপালীর ৩৪, সুমাইয়ার ৪৪ ও সোহাগের শরীর ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় বাড়ির মালিক মো. ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মামলা করেছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেড কোম্পানির নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান। তবে ঘটনার পর থেকে পলাতক ইব্রাহিম।
স্থানীয় বাসিন্দা শাহিদা, আলেয়া ও আব্দুর রহিম জানান, বাড়ির মালিক ইব্রাহিমের খেয়ালিপনার কারণে বিস্ফোরণ হয়েছে। আগেও বাড়ির দুটি কক্ষে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগেছিল। কিন্তু বাড়ির মালিক তা আমলে নেননি।

গতকাল তিতাস গ্যাসের কর্মকর্তারা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। পাঁচ বছরের বেশি বাড়িটিতে অবৈধ গ্যাসের সংযোগ ছিল বলে জানা গেছে।

তিতাসের নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান বলেন, ‘আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, তিতাস গ্যাসের ব্যবস্থাপক বাড়িটিতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন। তদন্ত করে অভিযোগটি বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হিসেবে গ্রহণ করা হবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব যবস থ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি
  • শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নদী ভাবনা
  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
  • আড়াইহাজার থানার সেই ওসি এনায়েত অবশেষে বদলি
  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
  • বন্দর থানা (মহানগর) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • স্ত্রীকে হত্যার পর ছুরি হাতে লাশের পাশে বসেছিলেন রব মিয়া
  • পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
  • নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে