চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ডাচ ক্লাব পিএসভি'কে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে বড় এই জয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল একপ্রকার নিশ্চিত করে ফেলেছে গানাররা।
প্রথমার্ধে আর্সেনাল ৩-১ গোলের লিড নেয়। ১৮ মিনিটে টিম্বারলিন, ২১ মিনিটে নাওয়ানেরি ও ৩১ মিনিটে মাইকেল মেরিনো গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমায় পিএসভি।
দ্বিতীয়ার্ধে আরও চার গোল করেছে মিকেল আর্তেতার দল। ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ড ও ৪৮ মিনিটে ট্রোজার্ড গোল করেন। ৭৩ মিনিটে পুনরায় গোল আসে ওডেগার্ডের পা থেকে। ৮৫ মিনিটে গোল করেন ক্যালিফোনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা
বাংলা নববর্ষ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের সহায়তায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ৭ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে।
১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখের দিন শহরের পৌর উদ্যানে এ মেলার উদ্বোধন করা হবে। মেলায় শিশুদের জন্য নানা ধরনের রাইড থাকছে। সেই সঙ্গে হরেক রকমের দোকানপাট বসছে।
প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন থাকবে।
মেলা কমিটির সদস্য সচিব জেলা জাসাসের সভাপতি ওয়াহিদ মুরাদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মেলা চলবে। এখানে শিশুরা বিনোদন উপভোগ করবে। বড়দেরও নানা বিনোদনের ব্যবস্থা থাকবে।
এদিকে শহরের বিভিন্ন মার্কেটে বৈশাখের পোশাক বেচাকেনা হচ্ছে। শহরের নিউ মার্কেট এলাকার শাড়ি হাউসের প্রোপাইটার জাহিদ হাসান বলেন, কয়েককদিন আগে ঈদের কেনাকাটা শেষ হলো বিধায় বৈশাখের কেনাকাটা বেশি জমেনি।