চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের
Published: 5th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব আসতেই রিয়াল মাদ্রিদের ধার টের পাওয়া যাচ্ছে। লিগে বাজে সময় কাটানো লস ব্লাঙ্কোসরা ইউরোপ সেরার লড়াই অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার রাতে অ্যাথলেটিকোর মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের ৪ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করেন দলটির ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো।
প্রথমার্ধেই ওই গোল শোধ করে ম্যাচে ফেরে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো। ৩২ মিনিটে গোল শোধ করেন ম্যানসিটি থেকে রোজি ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
কিন্তু সমতা ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। ঘরের মাঠের সুবিধা নিয়র লিডেও যেতে পারেনি। ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করে জয় এনে দেন রিয়ালকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
কলকাতার হয়ে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জয়ে আরও একটি ইতিহাস রচনা করলেন সুনীল নারিন। দলের জয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে কামিন্দু মেন্ডিসকে আউট করেন ক্যারিবিয়ান এই স্পিনার। সেই উইকেটেই কলকাতার জার্সিতে পূর্ণ করলেন নিজের ২০০তম উইকেট।
পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একক দলের হয়ে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দুজনের। এই তালিকার শীর্ষে আছেন ইংলিশ অল-রাউন্ডার সামিত প্যাটেল, যিনি নটিংহ্যামশায়ারের হয়ে শিকার করেছেন ২০৮টি উইকেট। দ্বিতীয়জন হলেন নারিন, যিনি কলকাতার হয়ে গড়লেন এই দুর্লভ অর্জন।
এই তালিকায় নারিনের পেছনে আছেন আরও তিন বোলার। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন ইংলিশ পেসার ক্রিস উড। চারে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা। আর পাঁচ নম্বরে গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নেওয়া ডেভিড পেইন।
নারিনের কলকাতার হয়ে ২০০ উইকেটের মধ্যে ১৮২টি এসেছে আইপিএলে, বাকি ১৮টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করা নারিন এখনও পর্যন্ত একমাত্র এই দলের হয়েই খেলেছেন।