চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের
Published: 5th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব আসতেই রিয়াল মাদ্রিদের ধার টের পাওয়া যাচ্ছে। লিগে বাজে সময় কাটানো লস ব্লাঙ্কোসরা ইউরোপ সেরার লড়াই অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার রাতে অ্যাথলেটিকোর মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের ৪ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করেন দলটির ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো।
প্রথমার্ধেই ওই গোল শোধ করে ম্যাচে ফেরে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো। ৩২ মিনিটে গোল শোধ করেন ম্যানসিটি থেকে রোজি ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
কিন্তু সমতা ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। ঘরের মাঠের সুবিধা নিয়র লিডেও যেতে পারেনি। ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করে জয় এনে দেন রিয়ালকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
গোপনে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লক খুলতে সক্ষম অ্যান্ড্রয়েডের ত্রুটি সারাল গুগল
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা জিরো ডে ঘরানার ত্রুটি কাজে লাগিয়ে যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লক খোলা সম্ভব। ত্রুটিটি কাজে লাগিয়ে এরই মধ্যে সার্বিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট ব্যক্তিদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনলক করেছে এবং এতে নজরদারি সফটওয়্যার স্থাপনের চেষ্টা করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব। সংস্থাটির কাছে থেকে এ বিষয়ে জানার পর অ্যান্ড্রয়েডের মার্চ মাসের নিরাপত্তা হালনাগাদে এই ত্রুটিসহ মোট ৪৩টি নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে গুগল। সাইবার হামলার পাশাপাশি তথ্য চুরি ঠেকাতে দ্রুত অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের তথ্যমতে, সমাধান করা ত্রুটিগুলোর মধ্যে একটি ছিল ইউএসবি ভিডিও ক্লাস ড্রাইভারের নিরাপত্তা ত্রুটি, যা গত মাসে সমাধান করা হয়েছে। এ ছাড়া ইউএসবি সাউন্ড ড্রাইভারের একটি ত্রুটি ছিল, যা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব শনাক্ত করেছে। এই ত্রুটিটি এ মাসের নিরাপত্তা হালনাগাদের মাধ্যমে সমাধান করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ইউএসবি ড্রাইভার, ফার্মওয়্যার এবং কার্নেলে থাকা নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ফোনের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। এ ধরনের নিরাপত্তা ত্রুটির মাধ্যমে মেমোরি দুর্বলতা তৈরি, ক্ষতিকর কমান্ড ইনজেক্ট বা লক স্ক্রিন বাইপাসের মতো কাজ করা যায়। তবে এই ধরনের আক্রমণ চালাতে সরাসরি ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে হয়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সহজ। তারা সহজেই কোনো ব্যক্তিকে আটক করে তার ফোন জব্দ করতে পারে।
এ ধরনের নিরাপত্তা ত্রুটি থেকে নিরাপদ থাকতে হলে ব্যবহারকারীদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ জন্য ফোনের ইউএসবি ডিবাগিং বন্ধ রাখার পাশাপাশি এনক্রিপশন সুবিধা ব্যবহার করতে হবে। এ ছাড়া নিয়মিত নিরাপত্তা আপডেট ইনস্টল করাসহ ইউএসবি ড্রাইভ ব্যবহারে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তাঁরা।
সূত্র: ব্লিপিং কম্পিউটার