চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের
Published: 5th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব আসতেই রিয়াল মাদ্রিদের ধার টের পাওয়া যাচ্ছে। লিগে বাজে সময় কাটানো লস ব্লাঙ্কোসরা ইউরোপ সেরার লড়াই অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার রাতে অ্যাথলেটিকোর মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের ৪ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করেন দলটির ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো।
প্রথমার্ধেই ওই গোল শোধ করে ম্যাচে ফেরে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো। ৩২ মিনিটে গোল শোধ করেন ম্যানসিটি থেকে রোজি ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
কিন্তু সমতা ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। ঘরের মাঠের সুবিধা নিয়র লিডেও যেতে পারেনি। ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করে জয় এনে দেন রিয়ালকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে নেই কোনো সবজি
সরবরাহ কমের অজুহাতে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। অধিকাংশ সবজি কিনতে গুণতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। সেই সঙ্গে দাম বেড়েছে মাছেরও। এতে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা।
কয়েকজন ক্রেতা জানান, শীত মৌসুমের সবজি নিয়ে যে স্বস্তি ছিল, তা এখন আর নেই। বাজারে বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে। কোনো কোনটির দাম একশো পেরিয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙা, চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে কমে শুধু পেঁপে পাওয়া যাচ্ছে, তাও ৫০ টাকা কেজিতে। এছাড়া, করলা, বেগুন, বরবটি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
সবচেয়ে বেশি দাম দেখা গেছে কাঁকরোলের। গ্রীষ্মকালীন এই সবজিটি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকায়। সজনে ডাঁটা ১২০ থেকে ১৪০ টাকা।
তবে ব্রয়লার মুরগি, ডিম ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের দাম আগের মতোই আছে। পেঁয়াজের দামও কয়েক সপ্তাহ বেড়ে এখন ৫৫ থেকে ৬০ টাকায় আটকে আছে।
এদিকে, মাছের বাজারেও বাড়তি দাম দেখা গেছে। মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ ধরা বন্ধ ও চাষের মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে, সবচেয়ে বেশি বেড়েছে ইলিশ ও চিংড়ির দাম।
মাছের বাজার ঘুরে দেখা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি পিস ২ থেকে ৩ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে। অন্যদিকে, প্রতিকেজি চাষের চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, নদীর চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, স্বাভাবিক সময়ে এসব মাছের দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম থাকে। এছাড়া কই, শিং, শোল, ট্যাংরা, চাষের রুই, তেলাপিয়া,পাঙাশ ও পুঁটি মাছও আগের চেয়ে কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।
ঢাকা/সুকান্ত/রাজীব