চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পুরান বাজারে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভি (১৭) ও নিলয় (২০)। অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে দ্রুতগামী মোটসাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো.

বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে নিলয়েও মারা যান।

তাদের পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি ইতালি থাকেন। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেশে এসেছিলেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়েছেন। তবে হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং সহকারী আটক আছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

আজ কেমব্রিজে ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’

কেমব্রিজে বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হচ্ছে ম্রো ভাষার চলচ্চিত্র ‘কিওরি পেক্রা উও’; ছবিটির ইংরেজি নাম ‘ডিয়ার মাদার’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছবির নির্মাতা জানান, ৫ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে ছবিটি প্রদর্শিত হবে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ৬৭ মিনিটের চলচ্চিত্রটি বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি সিনেমাটি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে। এবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী হচ্ছে।

চলচ্চিত্রটিকে আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স এটি সংরক্ষণ করেছে, যাতে এটি ভবিষ্যতে গবেষক ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে।

সিনেমার দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ