ট্রাম্প সামরিক সহায়তা স্থগিতের আগে ইউক্রেনকে যেসব অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
Published: 4th, March 2025 GMT
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পেরিয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬৫ দশমিক ৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। দেশটিকে আরও সহায়তা অনুমোদন করেছিল ওয়াশিংটন। তবে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সহায়তা স্থগিত করেছেন। এতে করে ইউক্রেন আদৌ ওই সহায়তা হাতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এসব সহায়তা দিয়েছিলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভের এককাট্টা সমর্থক ছিলেন তিনি। ওই সহায়তাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছিল ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের অটল সমর্থন’ হিসেবে। তবে যুদ্ধ ঘিরে ট্রাম্পের আকস্মিক অবস্থান বদলের ফলে সেই সমর্থনে পরিবর্তন এসেছে।
যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেন যেসব গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা পেয়েছে, সেগুলোর একটি তালিকা ২০ জানুয়ারি সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সে অনুযায়ী ইউক্রেনের পাওয়া সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে—
আকাশ প্রতিরক্ষাব্যবস্থা২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে আকাশপথে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলা ঠেকাতে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা-সংক্রান্ত অত্যাধুনিক সমরাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার তিনটি ব্যাটারি। ইউরোপীয় মিত্ররাও কিয়েভকে একই ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা অন্যান্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মধ্যে রয়েছে ১২টি ‘নাসাম’ ও ‘হক’। এর গোলাবারুদও ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়তে কিয়েভকে ৩ হাজারের বেশি ‘স্ট্রিংগার’ ক্ষেপণাস্ত্র দিয়েছে ওয়াশিংটন। আকাশযান ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর কার্যকারিতা বাড়াতে ইউক্রেনকে ২১টি নজরদারির রাডার দেওয়া হয়েছে। এ ছাড়া ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যবহার করা পশ্চিমা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সঙ্গে একীভূত হতে পারে এমন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ
ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ সময় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। দুই বছর ধরে চরম দুর্ভোগে আছেন এই ওয়ার্ডের ১৫ হাজার বাসিন্দা। পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে পৌরসভা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শত শত নারী- পুরুষ পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা এক ঘণ্টা ধরে ভবন ঘেরাও করে রাখেন। পরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা। গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাওয়া, গোসল, রান্নার কাজে বিপাকে পড়তে হচ্ছে। পাম্প নষ্ট হওয়া ও নাজুক সরবরাহ ব্যবস্থার অজুহাত দিয়ে নিজেদের গাফিলতি আড়াল করছে কর্তৃপক্ষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম।
ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শিগগিরই এ সমস্যা সমাধান করা হবে।
ঢাকা/অলোক/রফিক