রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পেরিয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬৫ দশমিক ৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। দেশটিকে আরও সহায়তা অনুমোদন করেছিল ওয়াশিংটন। তবে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সহায়তা স্থগিত করেছেন। এতে করে ইউক্রেন আদৌ ওই সহায়তা হাতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এসব সহায়তা দিয়েছিলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভের এককাট্টা সমর্থক ছিলেন তিনি। ওই সহায়তাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছিল ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের অটল সমর্থন’ হিসেবে। তবে যুদ্ধ ঘিরে ট্রাম্পের আকস্মিক অবস্থান বদলের ফলে সেই সমর্থনে পরিবর্তন এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেন যেসব গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা পেয়েছে, সেগুলোর একটি তালিকা ২০ জানুয়ারি সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সে অনুযায়ী ইউক্রেনের পাওয়া সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে—

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে আকাশপথে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলা ঠেকাতে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা-সংক্রান্ত অত্যাধুনিক সমরাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার তিনটি ব্যাটারি। ইউরোপীয় মিত্ররাও কিয়েভকে একই ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা অন্যান্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মধ্যে রয়েছে ১২টি ‘নাসাম’ ও ‘হক’। এর গোলাবারুদও ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়তে কিয়েভকে ৩ হাজারের বেশি ‘স্ট্রিংগার’ ক্ষেপণাস্ত্র দিয়েছে ওয়াশিংটন। আকাশযান ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর কার্যকারিতা বাড়াতে ইউক্রেনকে ২১টি নজরদারির রাডার দেওয়া হয়েছে। এ ছাড়া ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যবহার করা পশ্চিমা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সঙ্গে একীভূত হতে পারে এমন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধে জাতিসংঘ ও আরব দেশের নিন্দা

গাজা উপত্যকায় সব মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ ও জাতিসংঘ।

গতকাল রোববার গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মিসর ও কাতার। অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস মানবিক সহায়তার সরবরাহ চুরি করছিল এবং এগুলোকে সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করেছিল। এ কারণেই তাঁর দেশ পদক্ষেপটি নিয়েছে। নেতানিয়াহুর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস।

গত শনিবার যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র এটির মেয়াদ বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল, তা হামাস প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন তিনি।

হামাসের এক মুখপাত্র বলেছেন, গাজায় ইসরায়েলের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ার বিষয়টি ‘সস্তা ব্ল্যাকমেল’ এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে একটি ‘অভ্যুত্থান’।

যুদ্ধবিরতি চুক্তির ফলে হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ১৫ মাস ধরে চলা লড়াই বন্ধ হয়েছে। এ চুক্তির অধীন প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে হামাস।

গতকাল এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এটিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল অনাহারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে কাতার ও মিসর উভয় দেশই সাহায্য করেছিল।

এদিকে সৌদি আরব ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা ও সমালোচনা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘের ত্রাণসহায়তা–বিষয়ক প্রধান আন্ডার সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্ট: আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের অনুমতি দিতে হবে।’

যুদ্ধবিরতির প্রথম ধাপ ১৯ জানুয়ারি কার্যকর হয় এবং গত শনিবার মধ্যরাতে তা শেষ হয়।

দ্বিতীয় ধাপের জন্য আলাপ-আলোচনার অর্থ হলো স্থায়ী যুদ্ধবিরতি। অবশিষ্ট সব জীবিত জিম্মির মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের লক্ষ্যে দ্বিতীয় ধাপের আলোচনা কয়েক সপ্তাহ আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি।

ধারণা করা হচ্ছে, ২৪ জন জিম্মি জীবিত আছেন। মারা গেছেন ৩৯ জন। তৃতীয় ধাপের যুদ্ধবিরতির লক্ষ্য হলো অবশিষ্ট মৃত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনা এবং গাজা পুনর্গঠন। এ জন্য কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আন্তোইন রেনার্ড বিবিসিকে বলেন, ‘গাজায় মানবিক সহায়তার ধারা অব্যাহত রাখতে হবে। এটি অত্যন্ত অপরিহার্য। আমরা সব পক্ষকে একটি সমাধানে আসার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুনগাজায় যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর অনুমোদন ইসরায়েলের০২ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন
  • গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন নিহত
  • ২ মাস চলে গেল, ৬ কোটির বেশি বই সরবরাহ হয়নি
  • বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম, স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা
  • দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা
  • দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা
  • ২ মাস চলে গেল, আর কবে বই পাবে শিক্ষার্থীরা
  • বিকাশ–রকেট–ডেবিট কার্ডে কেন মেট্রোরেলের রিচার্জ সুবিধা চালু হচ্ছে না
  • গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধে জাতিসংঘ ও আরব দেশের নিন্দা