কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ। মঙ্গলবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীর গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে ৯ নারী ও দুই শিশুকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাদের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আলীখালীর গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আলীখালী পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। এ সময় গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরে অপহৃতদের পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নৌবাহিনীসহ যৌথ অভিযানে অপহৃত শিশুসহ উদ্ধার ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অপহরণ অপহ ত

এছাড়াও পড়ুন:

আর্সেনালে বিধ্বস্ত পিএসভি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ডাচ ক্লাব পিএসভি'কে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে বড় এই জয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল একপ্রকার নিশ্চিত করে ফেলেছে গানাররা।

প্রথমার্ধে আর্সেনাল ৩-১ গোলের লিড নেয়। ১৮ মিনিটে টিম্বারলিন, ২১ মিনিটে নাওয়ানেরি ও ৩১ মিনিটে মাইকেল মেরিনো গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমায় পিএসভি।

দ্বিতীয়ার্ধে আরও চার গোল করেছে মিকেল আর্তেতার দল। ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ড ও ৪৮ মিনিটে ট্রোজার্ড গোল করেন। ৭৩ মিনিটে পুনরায় গোল আসে ওডেগার্ডের পা থেকে। ৮৫ মিনিটে গোল করেন ক্যালিফোনি।

সম্পর্কিত নিবন্ধ