শুরু হয়েছে রমজান মাস। রোজার পরেই খুশির ঈদ। এই খুশির একটি অংশ হলো ঈদের কেনাকাটা। ঈদ উপলক্ষে নতুন পোশাক, উপহার, ঘর সাজানোর পণ্য কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ধুম পড়ে যায় সবার মধ্যেই। এ কেনাকাটাকে সহজ ও সাশ্রয়ী করে তুলতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন–
কেনাকাটার পরিকল্পনা করুন
ঈদের কেনাকাটার আগে পরিকল্পনা করে নেওয়া সবচেয়ে জরুরি। তাই কেনাকাটা শুরু করার আগে কী কী কিনবেন তার একটি তালিকা তৈরি করুন। তাহলে অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার প্রবণতা কমবে। এর পাশাপাশি কোথা থেকে কেনাকাটা করবেন তা নির্ধারণ করুন আগেই। এতে আপনার সময় বাঁচবে এবং রোজা রেখে এদিক-সেদিক ছোটাছুটি করার ঝামেলাও কমে যাবে।
বাজেট নির্ধারণ করুন: সামর্থ্য অনুযায়ী আগেই আপনার ঈদ কেনাকাটার বাজেট নির্ধারণ করুন। তালিকা অনুযায়ী কোন জিনিসের জন্য আপনি কত টাকা খরচ করবেন সেটি আগে থেকেই নির্ধারণ করে রাখুন। নয়তো পরে মার্কেটে গিয়ে দেখবেন অনেক অপ্রয়োজনীয় জিনিসও পছন্দ হওয়ায় আপনি কিনে ফেলেছেন, কিন্তু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আর পর্যাপ্ত বাজেট নেই।
অনলাইন ও অফলাইন বাজার যাচাই করুন
ঈদকে সামনে রেখে অনলাইনে এখন বিভিন্ন পণ্যে নানা অফার ও ডিসকাউন্ট চলে। এতে সাশ্রয়ী দামে পণ্য পাওয়া যায়। একই পণ্য বিভিন্ন দোকানে বা ই-কমার্স সাইটে দেখে নেওয়া ভালো। এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে। তবে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে নির্ভরযোগ্য সাইট থেকে রিভিউ দেখে অর্ডার দেওয়া উচিত।
ফ্যাশন সম্পর্কে জেনে নিন
পোশাক কিংবা আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস কেনার আগে জেনে নিন বর্তমান সময়ের কোনটা বেশি চলছে। বর্তমান ফ্যাশন সম্পর্কে জানতে পত্রিকা, ফ্যাশন ম্যাগাজিন কিংবা অনলাইন থেকে আগে খোঁজ নেওয়া ভালো।
অভিজ্ঞ কাউকে নিয়ে যান
কেনাকাটা করতে গেলে অনেক সময় বেশ কয়েকটা পছন্দের জিনিসের মধ্য থেকে একটা পণ্য বেছে নিতে সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। তাই এমন কাউকে কেনাকাটার সময় সঙ্গে রাখুন, যার সঙ্গে পছন্দ মেলে এবং যে আপনাকে দরদাম করার ব্যাপারেও সাহায্য করতে পারবে।
গুণগত মান ও দরদাম যাচাই করুন
ঈদের কেনাকাটায় প্রতারণার শিকার হওয়া স্বাভাবিক ব্যাপার। তাই কেনাকাটার সময় পণ্যের মান যাচাই করা জরুরি। একই পণ্য হলে কয়েক দোকান ঘুরে যাচাই করুন। তারপর দরদাম করুন। v
উৎস: Samakal
কীওয়ার্ড: য চ ই কর
এছাড়াও পড়ুন:
গাছ কি আসলেই ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে
ছবি: সুমন ইউসুফ