৪৮ কোটির কাজ ভাগাভাগি বিএনপি নেতাদের
Published: 4th, March 2025 GMT
মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের নামে গত পাঁচ বছরে প্রায় ২৫০ কোটি টাকা লুটপাট ও ভাগাভাগি হয়েছে। চলতি অর্থবছরেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ধারাবাহিকতায় ভাগবাটোয়ারা হয়েছে প্রকল্পের ৪৮ কোটি টাকার কাজ। পার্থক্য হলো– আগে তিন জেলার আওয়ামী লীগের এমপি ও নেতারা ভাগাভাগি করলেও এবার বিএনপি, যুবদল নেতা ও সমন্বয়করা মিলে কাজের ভাগ নিয়েছেন।
জানা গেছে, এবার ভিন্ন প্রেক্ষাপটে কৌশলে ভাগাভাগি হয়েছে। আওয়ামী লীগ নেতাদের লাইসেন্সে কাজ নিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল থেকে শুরু করে সমন্বয়করা পর্যন্ত। কাজের বড় অংশ এবার বিএনপির লোকজন পেয়েছেন। এমনকি সমন্বয়কদের ম্যানেজ করে আওয়ামী লীগের
নেতারা কাজ পেয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। সরকারি দপ্তরে চাকরি করেও কাজ পেয়েছেন কেউ কেউ।
কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্র জানায়, সেচ প্রকল্পটি কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় বিস্তৃত। অনিয়ম-দুর্নীতির কারণে প্রকল্পের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জব্দ করা হয়েছে আগের
কিছু নথিপত্র।
বিএডিসির অধীন মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পটি ২০২০ সালে শুরু হয়। প্রকল্পে মোট বরাদ্দ দেওয়া হয় ২৪৮ কোটি টাকা। বিগত চার অর্থবছরে ২০০ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। আর চলতি বছর ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। চলতি জুনে শেষ হবে প্রকল্পটি। কুষ্টিয়াসহ তিন জেলায় বিএডিসির তালিকাভুক্ত তিন শতাধিক লাইসেন্স আছে। যার ৯৯ ভাগই আওয়ামী লীগ নেতাদের দখলে।
শুরু থেকেই প্রকল্পটি ভাগাভাগির প্রকল্প হিসেবে পরিচিতি পায়। প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলী হিসেবে মাহবুব আলমকে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। সে সময় কাজ ভাগ করে দিতেন পিডি মাহবুব। কুষ্টিয়া সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মাহবুবউল-আলম হানিফ ও তাঁর ভাই আতাউর রহমান আতা, মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর ভাই সরফরাজ হোসেন মৃদুল এবং চুয়াডাঙ্গার সাবেক এমপি সেলুন জোয়ার্দ্দার ছাড়াও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভাগ নিতেন।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কুষ্টিয়ার মিরপুরের ঠিকাদার লালু মিয়া। তিনি প্রতিবছর একাই বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৪০ থেকে ৫০টি করে কাজ নিয়েছেন। চলতি বছরেও ৩০ থেকে ৪০টি কাজ একাই করছেন। আরেক ঠিকাদার ঝিনাইদহের কামরান হোসেনও একই সুবিধা নিয়েছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান পিডি আলী আশরাফ ৪৮ কোটি টাকার কাজ নিয়ে প্রথম দিকে কিছুটা বিপাকে পড়েন। তাঁর অফিস ঘেরাও করেন বিএনপি-যুবদল ও ছাত্রদলের কিছু নেতা। জামায়াতের নেতারাও দেখা করেন। ১৮০টি গ্রুপের কাজ টেন্ডারের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে দেখা যায়, বেশির ভাগ কাজ নিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা।
বর্তমান পিডি আলী আশরাফের বিরুদ্ধে কাজ ভাগাভাগি ছাড়াও নানা অনিয়মের অভিযোগ মিলেছে। জানা গেছে, পিডি অফিসিয়াল কাগজে-কলমে সব ঠিকঠাক করে একটি লাইসেন্সে সর্বনিম্ন দর দেখিয়ে কাজ দিচ্ছেন। আর অগ্রিম টাকা নিচ্ছেন ঠিকাদারদের কাছ থেকে। এভাবে দৃশ্যপটে হাজির হচ্ছেন আওয়ামী লীগ নেতারাও।
জানা গেল, শহর আওয়ামী লীগ নেতা তাইজাল আলী খানের ছেলে রনি খানের প্রতিষ্ঠান খান ট্রেডার্স। এই প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে ছাত্রদল নেতা কাজ পেয়েছেন। এ ছাড়া ছাত্রদল নেতারা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের লাইসেন্সও ব্যবহার করেছেন। সাবেক সচিবের ভাগিনা মিন্টু একাধিক কাজ পেয়েছেন। সাবেক এমপি কামারুল আরেফিন ও হানিফের ভাই আতা ছাড়া বাকি আওয়ামী লীগ নেতাদের লাইসেন্স ব্যবহার করে কাজ নিয়েছেন বিএনপি নেতারা। কয়েকজন চরমপন্থি নেতাও কাজ পেয়েছেন।
আওয়ামী লীগ নেতাদের লাইসেন্সে কাজ নেওয়ার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা চাই, প্রতিযোগিতামূলক কাজ হোক। অতীতে আওয়ামী লীগের লোকজন ইচ্ছামতো কাজ নিয়েছেন। তবে আমরা দলীয়ভাবে দরপত্র নিয়ন্ত্রণের বিপক্ষে। আমরা চাই, সাধারণ ঠিকাদাররা কাজ পান।
প্রকল্পের কাজের বিষয়ে অফিসে গিয়ে তথ্য চাইলে পিডি আলী আশরাফ সময় চেয়ে নেন। পরে আর তথ্য দেননি। পরে এ প্রতিবেদকের কাছে লোক পাঠিয়ে কাজ নেওয়ার প্রস্তাব দেন। পিডি বলেন, ‘ভাই এসব নিউজ করার দরকার নেই। আমার সঙ্গে কথা বলেন। আপনাদের নেতাদের সঙ্গে কথা হয়েছে। আসেন বসে ঠিক করে নিই।’
দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ‘সেচ উন্নয়ন প্রকল্পের নামে অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেছে। আমরা নথিপত্র হাতে পেয়ে কাজ শুরু করেছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ প রকল প র ন ব এনপ ছ ত রদল ৪৮ ক ট সমন ব আওয় ম য বদল সরক র
এছাড়াও পড়ুন:
‘অবৈধ অভিবাসন ও মানবপাচার দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে ইতালি’
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং আন্তঃদেশীয় অপরাধ দমনসহ বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সাক্ষাতে আসন্ন ৫-৬ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির বাংলাদেশ সফর, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে পারস্পরিক সহায়তা; পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে উন্নত প্রশিক্ষণ প্রদান এবং জনশৃঙ্খলা রক্ষা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পুলিশের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।” তিনি উল্লেখ করেন, ইতালিতে প্রায় ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি দক্ষ কর্মী কর্মরত আছেন, যারা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। উপদেষ্টা আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মাধ্যমে এই সংখ্যাটি আরো বাড়বে এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।
রাষ্ট্রদূত জানান, সফরকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে এবং একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উভয় দেশের সম্মতিক্রমে অবৈধ অভিবাসন রোধ, আন্তঃদেশীয় অপরাধ দমন এবং পুলিশ বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে ঘোষণা, সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর হতে পারে।
তিনি আরো বলেন, “বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক নিয়ম মেনে বৈধ চ্যানেলে জনশক্তি রপ্তানিতে আগ্রহী। আমরা অবৈধ অভিবাসনের বিপক্ষে এবং যারা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) মো. শামীম খান, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-১) মো. জসীম উদ্দিন খান এবং ঢাকাস্থ ইতালি দূতাবাসের অভিবাসন সংযুক্ত কর্মকর্তা জিউসেপ্পে দি জিওভান্নি উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ