প্রতিবছরের মতো এবারও বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের বিনা মূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এ জন্য ৮ মার্চ (শনিবার) ‘ফ্রি উইমেন হেলথ ডে’র আয়োজন করেছে হাসপাতালটি।

নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে এ আয়োজন করা হয়েছে। শনিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই বিশেষায়িত মেডিকেল ক্যাম্প।

দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে গাইনি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ, হৃদ্‌রোগ সার্জন, কার্ডিওভাসকুলার সার্জন, ফিমেল সার্জন (ব্রেস্ট ও কলোরেক্টাল), ফিজিক্যাল মেডিসিন, কিডনি রোগবিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট (চর্মরোগবিশেষজ্ঞ), ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগবিশেষজ্ঞ, মনোরোগবিশেষজ্ঞ, ক্লিনিক্যাল পথ্য ও পুষ্টিবিদ, ডেন্টাল সার্জন এবং শিশুরোগবিশেষজ্ঞরা বিভিন্ন বয়সের নারীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেবেন।

হেলথ ক্যাম্পে আসা নারীরা সব পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় পাবেন। মার্চ মাসজুড়ে এই ছাড় পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করতে ডায়াল করুন ১০৬৬৭, ০১৮৪১ ৪৮০ ০০০ ও ০৯৬০৬ ১১১ ২২২ এই নম্বরে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হসপিটাল নয়। সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ভ র স ল ম ড ক ল স র জন

এছাড়াও পড়ুন:

রমজান উপলক্ষে কালীগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নিয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। স্বল্প আয়ের মানুষের সহায়তায় সুলভ মূল্যে ৭০ টাকা লিটার দুধ, ২৭০ টাকা ক্যারেট ডিম বিক্রির কার্যক্রম শুরু করেছে ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ। 

প্রথম রমজান থেকে রবিবার (২ মার্চ) সকাল থেকে কার্যক্রম শুরু হলেও সোমবার (৩ মার্চ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এ সময় সুলভ মূল্যে মাংস কিনতে আসা অনেক ক্রেতা খালি হাতে ফিরে যান। তাদের অভিযোগ যে জিনিস নেই তার কথা ব্যানারে লেখা হয়েছে কেন? স্বল্প আয়ের মানুষেরা আরো দাবি করেন যে পরিমাণ দুধ ও ডিম আনা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান বলেন, “আমরা মাংস বিক্রি করবো। কসাই পাচ্ছিনা। তাছাড়া দামও ক্রয় ক্ষমতার মধ্যে পাওয়া যাচ্ছেনা।”

তিনি বলেন, “আমরা সামনের দিন থেকে মুরগীর মাংসের ব্যবস্থা করবো। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা দুধ ও ডিম বিক্রি করা হবে। একজন মানুষ এক লিটার দুধ ও এক ক্যারেট ডিম কিনতে পারবে।”

ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “বাজারে দুধ ও ডিমের দাম একটু বেশি থাকায় অনেকেই কিনতে পারছেন না। তাদের কথা চিন্তা করেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সূলভ মূল্যে বিক্রি কার্যক্রম শুরু করেছে। মানুষের সাড়া পেলে পুরো রমজান মাস জুড়েই এ কর্মসূচি চলবে। এখান থেকে সরবরাহকৃত জিনিস শতভাগ নিরাপদ। আমাদের আশা, এ কর্মসূচির মাধ্যমে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।”

তিনি আরো বলেন, “আমি দেখলাম ব্যানারে মাংস লেখা আছে কিন্তু মাংস বিক্রি করছে না। তারা কিছু সমস্যার কথা বললো সেটা শুনেছি। পাশাপাশি গরুর মাংসের ব্যবস্থা না করতে পারলেও যেন ব্রয়লার মুরগির ব্যবস্থা করেন সেই নির্দেশনা দিয়েছি।” 

ঢাকা/রফিক/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • রমজান উপলক্ষে কালীগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
  • ভোক্তা ভোগালেই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী
  • জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করল গণতান্ত্রিক ছাত্রসংসদ
  • ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখেরে ভালো হয় না: সিইসি
  • ঈদ উপলক্ষে বাটার নতুন কালেকশন
  • হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন
  • আজ থেকে টানা ৪০ দিন ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন
  • কোনো গাড়িতেই নেই ডিম নামেমাত্র গরুর মাংস
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ