কোনো না কোনো মাইলফলক এখন তিনি প্রায় প্রতি ম্যাচেই স্পর্শ করেন বা ছাড়িয়ে যান। বিরাট কোহলি এখন ক্যারিয়ারের এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, ব্যাট হাতে তিনি নামা মানেই যেন নতুন কোনো কীর্তি।

এই যেমন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও একটা নতুন মাইলফলক পেরিয়ে গেছেন ভারতের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে খেলেছেন ৯৮ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস। ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকাও কোহলির ওই ‘মাস্টারক্লাস’ ইনিংসেরই।

আর এই ইনিংস খেলার পথেই ওয়ানডেতে তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন কোহলি। ওয়ানডেতে তাড়া করতে নেমে ৮ হাজারের বেশি রান কোহলি ছাড়া আছে শুধু আর একজনেরই। সেই নামটা অনুমান করাও খুবই সহজ—শচীন টেন্ডুলকার।

আজ ৮৪ রান করে ভারতকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন কোহলি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘১০০০ হলে ভালো, না হলে সমস্যা নেই’—বললেন রোনালদো

এটা কী বললেন ক্রিস্টিয়ানো রোনালদো—এমন বিস্ময় অনেকের কণ্ঠেই ঝরে পড়তে পারে। ফুটবলবিশ্ব রোনালদোকে চেনে দাম্ভিক আর রেকর্ডের প্রতি আচ্ছন্ন এক ফুটবলার হিসেবে। সেই রোনালদোই কিনা একটি অনন্য মাইলফলক নিয়ে বললেন—হলে ভালো, না হলে সমস্যা নেই!

কথা হচ্ছে রোনালদোর ১০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক নিয়ে। আল নাসরের পর্তুগিজ তারকা ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর থেকেই ফুটবলপ্রেমী তথা রোনালদো–ভক্তরা শুরু করেছেন ১০০০ গোলের ক্ষণগণনা। রোনালদো নিজেও আগে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার ইচ্ছা নিয়ে কথা বলেছেন।

ইদানীং রোনালদো একটি বা দুটি গোল করলেই চলে আসে ১০০০ গোলের প্রসঙ্গ। গতকাল সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে আল নাসরের ৩–১ ব্যবধানের জয়ে রোনালদো করেছেন জোড়া গোল। তাতে রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১–এ। এরপর আবার শুরু হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে কথাবার্তা।

গোলের পর রোনালদোর উদ্‌যাপন। কাল রাতে সৌদি প্রো লিগে

সম্পর্কিত নিবন্ধ

  • এক ম্যাচেই ছক্কার ৩ মাইলফলকের সামনে ট্রাভিস হেড
  • ‘১০০০ হলে ভালো, না হলে সমস্যা নেই’—বললেন রোনালদো
  • হামজার নতুন মাইলফলক