সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় রমজানের পবিত্রতা বজায় রাখতে অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) এক ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) দুপুর ২টায় সংগঠনের সদস্যরা স্থানীয় চায়ের দোকান ও খাবারের হোটেলের মালিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল— রমজান মাসে দিনের বেলা দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের উৎসাহিত করা। দোকান খোলা থাকলে যেন প্রকাশ্যে খাবার গ্রহণ না করা হয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। জনসাধারণের মধ্যে তাকওয়া ও সংযমের চেতনা জাগ্রত করা।

ব্যতিক্রমী এ কর্মসূচির অংশ হিসেবে ও.

পি.এ-এর সদস্যরা দোকানদারদের হাতে গোলাপ ফুল তুলে দেন, যা তাদের প্রতি সম্মান ও ভালোবাসার বার্তা বহন করে।

সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা রমজানের পবিত্রতা রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকবেন।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন— যে ব্যক্তি কোনো সৎকর্মে অন্যকে উৎসাহিত করবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। (সহিহ মুসলিম: ১৮৯৩)

ও.পি.এ-এর সদস্যরা আশাবাদী যে, তাদের এই ছোট্ট প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং রমজানের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ রমজ ন র

এছাড়াও পড়ুন:

গাছ কি আসলেই ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে

ছবি: সুমন ইউসুফ

সম্পর্কিত নিবন্ধ