ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইতালি থেকে বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পুরান বাজারে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভি (১৭) ও নিলয় (২০)। অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে দ্রুতগামী মোটসাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে নিলয়েও মারা যান।

তাদের পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি ইতালি থাকেন। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেশে এসেছিলেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়েছেন। তবে হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং সহকারী আটক আছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ