প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার এ দুই দেশ ছাড়াও চীনের পণ্যে আরোপিত শুল্কও দ্বিগুণ হয়েছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন বিস্তৃত বাণিজ্যযুদ্ধের দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে কানাডা, মেক্সিকো ও চীন পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য প্রভাবিত হতে পারে। গত ১ ফেব্রুয়ারি দেশ দুটির ওপর এ শুল্ক আরোপ করেন ট্রাম্প। কিন্তু তখন এ ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন। দেশ দুটি এ সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। তবে এক মাসের সময়সীমা পার হওয়ার পরপরই শুল্ক কার্যকরের ঘোষণা এলো। ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিলের প্রবেশ ঘটে, যা বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হয়।
প্রাথমিকভাবে চীনের পণ্যে শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ আরোপ করা হলেও বর্তমানে তা ২০ শতাংশ করা হয়েছে। চীন আগেই পাল্টা পদক্ষেপ নিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি চীন মার্কিন পণ্যে পাল্টা ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করে।
গত তিন দশক ধরে কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত সুবিধা নিয়ে বাণিজ্য চালিয়ে আসছিল। শুল্ক আরোপের জেরে এ দেশ দুটির সঙ্গে বাণিজ্য মারাত্মক বাধার মুখে পড়তে যাচ্ছে। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে দ্রুতই ২৫ শতাংশ পাল্টা শুল্কারোপের মাধ্যমে জবাব দেবে অটোয়া। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে যে বিয়ার, ওয়াইন, বাউরবন, বাড়িঘরের আসবাব ও ফ্লোরিডার কমলা কানাডায় আমদানি হয়, সেগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে। তবে ট্রুডো এ-ও বলেন, ‘শুল্ক অসাধারণ সফল বাণিজ্যিক অংশীদারদের বাণিজ্যকে বাধাগ্রস্ত করবে।’
শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডও। এনবিসিকে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের জেরে তিনি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেবেন। স্থানীয় সময় সোমবার ফোর্ড টরন্টোয় বলেন, ‘ওরা (যুক্তরাষ্ট্র) যদি অন্টারিওকে শেষ করতে আসে, তবে আমি হাসিমুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব।’ ফোর্ড বলেন, ‘আমি পাল্টা ব্যবস্থা হিসেবে সমান শুল্ক আরোপের পক্ষে। কারণ, যুক্তরাষ্ট্র কানাডার বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা। তারা আমাদের বিদ্যুতের ওপর নির্ভরশীল। ওদের ব্যথাটা টের পেতে হবে। ওরা যদি আমাদের আঘাত করে, আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব।’
তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকার ও প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মেক্সিকোর প্রতিক্রিয়া জানা যায়নি। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম শিগগিরই তাঁর প্রতিক্রিয়া জানাবেন বলে মনে করা হচ্ছে। এর আগে তিনি পাল্টা শুল্কের হুমকি দিয়েছিলেন।
গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি বাস্তবায়নের বার্তা দিয়ে ক্ষমতায় আসেন। এর পরই তিনি প্রতিবেশী দুই মিত্র দেশ ও প্রতিদ্বন্দ্বী চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান। এ দেশগুলো পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানালে স্পষ্ট হয় বাণিজ্যযুদ্ধ। এ তিন দেশ ছাড়াও অন্য বাণিজ্যিক অংশীদারের পণ্যে ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে সবচেয়ে ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারতও।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল ক আর প র পদক ষ প ন র ওপর
এছাড়াও পড়ুন:
ধর্মপাশায় যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ, স্বামী গ্রেপ্তার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টেলিভিশন ও আসবাব কিনতে শ্বশুরের কাছ থেকে দেড় লাখ টাকা এনে না দেওয়ায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে রশি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ প্রিমা বেগম (২০) বাদী হয়ে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নাম উল্লেখ আজ বুধবার দুপুরে থানায় মামলা করেছেন। মামলার পরপরই বিকেলে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁর স্বামী শাওন মিয়াকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, মামলার সংক্ষিপ্ত এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খয়েরদিরচর গ্রামের আজিজুল হকের ছেলে শাওন মিয়ার সঙ্গে একই গ্রামের বকুল মিয়ার মেয়ে প্রিমা বেগমের প্রেমের সম্পর্কের জেরে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরের কাছ থেকে স্ত্রীকে টাকা এনে দিতে চাপ দিতেন শাওন। স্ত্রীও সাধ্যমতো বাবার কাছ থেকে টাকা এনে দিতেন। মাসখানেক আগে শাওন শ্বশুরের কাছে টিভি, আসবাবপত্র কিনতে দেড় লাখ টাকা চান। টাকা দিতে না চাইলে শাওনের পরিবারের লোকজন রশি দিয়ে প্রিমার হাত-পা বেঁধে মারধর করেন। একপর্যায়ে শাওন লোহার একটি কাঁচি দিয়ে তাঁর পিঠে গরম ছ্যাঁকা দেন বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার রাতে স্ত্রীকে আবার শ্বশুরের কাছ থেকে দেড় লাখ টাকা এনে দিতে চাপ দেন শাওন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রিমাকে লাঠি দিয়ে পেটানো হয়। পরে স্বামীর অগোচরে রাতেই বাবার বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলেন ওই গৃহবধূ।
আজ বেলা ১১টার দিকে গৃহবধূ পরিবারের লোকজনকে নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দুপুরে থানায় গিয়ে স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে খয়েরদিরচর গ্রামের বাড়ি থেকে তাঁর স্বামী শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।
গৃহবধূর বাবা বলেন, ‘আমি একটি স মিলে শ্রমিক হিসেবে কাজ করি। মেয়ের সুখের জন্য সাধ্যমতো অর্থ দিয়েছি। আমার কাছে দেড় লাখ টাকা চেয়ে না পাওয়ায় আমার মেয়েকে যারা নির্যাতন করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
শাওনের বাবা ধান ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘প্রেম করে বিয়ে করায় আমরা পারিবারিকভাবে এখনো পুত্রবধূকে গ্রহণ করিনি। দেড় লাখ টাকা চাওয়া ও মারধরের ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। পরিকল্পিত ঘটনা সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে তাঁর স্বামীসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।