নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল এনায়েত নগর এলাকার ফ্যাসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মোমিনুল হক পোষন প্রকাশ্যে হলেও গ্রেপ্তার হয়নি। পোষন ও তার বাহিনী প্রকাশ্যে স্বশস্ত্র মহড়া দিয়ে সৃষ্টি করছে আতংক। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে।

অন্যদিকে কয়েক বিএনপি নেতার ছত্রছায়ায় এলাকায় নেট, ডিস ও মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে প্রকাশ্যে তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিচ্ছে। এনিয়ে এলাকায় বিরোধ চরমে উঠেছে।  এরফলে যে কোনো সময় বড় ধরণের নাশকতা ও প্রাণহানীন আশংকা করছেন এলাকাবাসী। 

জানাগেছে, গত ৫ আগষ্টের পূর্বে পশ্চিম এনায়েত নগর এলাকার বাসিন্দা মোবারক মিয়ার ছেলে যুবলীগ নেতা পোষন সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও কাউন্সিলর রুহুল এর ছত্রছায়ায় গোদনাইল এনায়েত নগর এলাকার অপরাধের সামাজ্র গড়ে তুলেন । কাউন্সিলর রুহুলের সাথে সু-সম্পর্ক গড়ে তুলে আইভীর গুড লিষ্টের তালিকাতে ও স্থান করে নেয় সে। 

শামীম-আইভী ব্লকের একনিষ্ঠ হয়ে পোষন এলাকায় অপরাধের রাম রাজত্ব গড়ে তুলে। এলাকায় ছিনতাই, মাদক, ভুমিদস্যুতা, মারামারি এমন কোনো অপকর্ম নেই যা পোষন ও তার বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত না হয়েছে। 

৫ আগষ্ট সরকার পতনের পর পোষন ও তার বাহিনীর সদস্যরা আত্নগোপনে গেলেও কিছুদিন পর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার ও বাদশার ছত্রছায়ায় ফের প্রকাশ্যে আসে। ফিরেই পোষন ও তার বাহিনী প্রকাশ্যে স্বশস্ত্র মহড়া দিয়ে সৃষ্টি করছে আতংক। আধিপত্য বিস্তারের প্রতিযোগীতায় নেমেছে মাঠে। 

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে স্বর্বশান্ত করেছে পোষন । তার বিরুদ্ধে হত্যা, মারামারি, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আদিলুর রহমান (১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

 নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, বিএনপির কয়েকজন নেতার শেল্টারে মোমিনুল হক পোষন বেপরোয়া হয়ে উঠেছে। ওই নেতারা পোষনকে দিয়ে মাদক,  নেট ও ডিস ব্যবসা দখল চাঁদাবাজি, ছিনতাই, চুরিসহ নানা অপকর্ম করে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। 

তারা বলছেন, পুলিশের খাতায় পোষন পলাতক থাকলেও নারায়ণগঞ্জ শহরের এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাকে প্রকাশ্যেই দেখা যাচ্ছে। 

তাই এলাকার নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃংখলা বজায় রাখতে ফ্যাসিস্ট সরকারের দোসর ও অসাধু বিএনপি নেতাদের ক্যাডার পোষনকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ এল ক য় এল ক র

এছাড়াও পড়ুন:

বন্দর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন বন্দর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিকেল চারটায় বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, শহীদ যুবদল নেতা আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, সহ- সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানস, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে বৃদ্ধকে গুলি করে কুপিয়ে জখম 
  • আমার জন্মদাতা পিতা আওয়ামী লীগের হলে তার সাথেও কোন আপোস চলবে না : টিপু 
  • নমিনেশন পাবেন মাঠের লোক, মধুখোর শিল্পপতিরা নয় : সাখাওয়াত 
  • বন্দর ২৫নং ওয়ার্ড বিএনপি'র প্রাথমিক সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জে স্ত্রী ও শাশুড়ি হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ড
  • মামা পাল্টিয়েও রক্ষা পেলনা চাঁদাবাজ সাগর
  • সোনারগাঁয়ে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতার মৃত্যুদণ্ড
  • নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত
  • বন্দর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত