কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও সংঘর্ষের সময় শিহাব কবির (৩০) নামের এক যুবক নিহত হন। এ ঘটনার সাত দিন পর গত সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেন শিহাবের বাবা নাসির উদ্দিন। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কক্সবাজারের সাবেক সুপার।

এজাহারে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যরা জাহেদুল ইসলাম নামে স্থানীয় এক যুবককে ধরে নিয়ে গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন জাহেদুল ইসলামকে ছাড়িয়ে আনতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রাস্তায় কী ঘটছে, তা দেখার জন্য এগিয়ে গেলে শিহাব গুলিবিদ্ধ হন।

গত ২৪ ফেব্রুয়ারি কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে সমিতি পাড়ায় বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ২৭ ফেব্রুয়ারি সমিতি পাড়ার বাসিন্দা দু’জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন বিমানবাহিনীর সার্জেন্ট জিয়াউল হক। দুই আসামি হলেন– সমিতি পাড়ার রাহাত ইকবাল ওরফে ইকবাল বাহার ও এজাবত উল্লাহ। 

এ মামলায় বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয় ৬৯ লাখ ৪০ হাজার টাকা। এজাহারে বলা হয়, নাশকতা ও রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের উদ্দেশ্যে বিমানবঘাঁটির স্পর্শকাতর স্থাপনার ওপর দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিক্ষেপসহ অতর্কিতে হামলা করে দুষ্কৃতকারীরা। তারা বিমানবাহিনীর ছয়-সাতটি সিসিটিভি ক্যামেরা, দুটি মোটরসাইকেল, কয়েকটি সরকারি গাড়ি, একটি অফিস ভবন, নির্মাণাধীন দালান ভাঙচুর করে। নির্মাণ সামগ্রীও লুটপাট করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, মামলা দুটির তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে নিশ্চিত হওয়া যাবে শিহাব গুলিবিদ্ধ হয়ে নাকি ইটপাটকেলের আঘাতে মারা গেছেন।

এদিকে গুলিতে শিহাবের মৃত্যু হয়েছে বলে পরিবার ও এলাকাবাসী দাবি করলেও পুলিশের সুরতহাল প্রতিবেদনে গুলির কথা উল্লেখ নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ