যুদ্ধবিধ্বস্ত সুদানে ধর্ষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের একটি প্রতিবেদনে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকে একাধিক ঘটনায় এক বছরের শিশু ধর্ষিত হওয়ার ঘটনাও পাওয়া গেছে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা অন্তত ২২১টি শিশুকে ধর্ষণ করেছে– এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশ মেয়ে আর বাকিরা ছেলে শিশু। নৃশংসতার শিকার শিশুদের মধ্যে ১৬ জনের বয়স পাঁচের বছরের নিচে। আর তাদের চারজনের বয়স ছিল একেরও কম।
ইউনিসেফের কাছে শিশুদের বিরুদ্ধে আরও ৭৭টি যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, যেগুলো মূলত ছিল ধর্ষণচেষ্টার অংশ। আলজাজিরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাছ কি আসলেই ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে
ছবি: সুমন ইউসুফ