জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন আগামীকাল বুধবার সদস্য দেশগুলোকে জানাবেন বিশ্ব সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশে জবাবদিহি, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকলীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, তাদের স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহি, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন, ‘ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’ মানবাধিকার লঙ্ঘন করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই গণহত য

এছাড়াও পড়ুন:

মার্কিন শুল্কারোপ নিয়ে একেবারেই চিন্তিত নই: বিডা নির্বাহী চেয়ারম্যান

মার্কিন শুল্কারোপ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘এ ব্যাপারে একেবারেই চিন্তিত নই। কারণ যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের রপ্তানিতে শুল্ক বাড়ায়নি, প্রতিযোগী দেশগুলোর ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে। প্রতিযোগী দেশগুলোও একই নৌকায় আছে। সুতরাং, তাদের যাত্রা যে পথে হবে, বাংলাদেশেরও সম্ভবত সেদিকেই হবে। বরং এটি একটি ভালো সংকেত। এই বিষয়টিকে কাজে উন্নত বিনিয়োগ পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে। তাতে ভবিষ্যতে আরও ভালো কিছু সুবিধা পাওয়া যাবে।’

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ উপলক্ষ্যে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিদেশি বিনিয়োগ টানতে আগামীকাল সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। 

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, 'ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টটেটিভের একটি রিপোর্টের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। সেই রিপোর্টে বিাংলাদেশের জন্য প্রধান কিছু সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষ করে অটোমেশন, কাস্টমসে সমস্যা ও দুর্নীতি। এসব বিষয়ে সংস্কার চলছে। এগুলোর সমাধান হয়ে গেলে বিনিয়োগ পরিবেশের অনেক উন্নতি হবে।'

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। 

বিনিয়োগ সম্মেলন প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের নতুন বার্তা দেওয়া হবে যে, এটা আগের বাংলাদেশ নয়। গত ৫ আগস্টের পর ব্যাপক পরিবর্তন এসেছে।  তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে সরকার, অংশীজনদের সাথে সরাসরি কথা বলতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাদের ইতিবাচক তথ্য দিয়ে সহায়তা করবে। 

স্টারলিংকের মালিক মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বিনিয়োগ সম্মেলনে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, তিনি আগে ব্যবসায়ী ছিলেন, তখন তার সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এখন তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে আগে আনা যতটা সহজ ছিল,এখন ততটা নয়। তবে তার প্রতিনিধি সম্মেলনে আসবেন।  

বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সঙ্গে একটি বেসমারিক চুক্তি হতে পারে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বেসমারিক মহাকাশ অনুসন্ধান নিয়ে নাসার সঙ্গে এই চুক্তি সই হতে পারে। চুক্তি সই হওয়ার পর এর বিস্তারিত জানানো হবে। 

এ সম্মেলনে দেশি-বিদেশি পাঁচ উদ্যোক্তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ২০-২৫ ধরে বাংলাদেশে ব্যবসা করে আসছেন এমন একজন বিদেশি ব্যবসায়ীকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। তবে কোন দেশের নাগরিককে এই প্রস্তাব দেওয়া হবে তা উল্লেখ করেননি তিনি। 

তিনি জানান, বিশ্বের ৪০টি দেশ থেকে ৫৫০ জন বিনিয়োগকারীরা এ সম্মেলনে অংশ নেবেন। এতে বিশ্বের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন। সম্মেলনের আসা বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড, মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ