নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দুটি টেস্ট সিরিজ হারার পর খেলোয়াড়দের জন্য একটা বিধিমালা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই বিধামালা কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। বিধি অনুযায়ী খেলোয়াড়েরা ম্যাচ এড়াতে পারবেন না, সফরের সময় কত কেজি ওজনের লাগেজ বহন করতে পারেবন, সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া সফরের সময় পরিবারের সদস্য বা বন্ধুবান্ধব নিয়ে যাওয়ার ব্যাপারেও বিধিমালা জারি করা হয়েছে।

এবার আইপিএলেও এমন কিছু নিয়ম চালু করেছে বিসিসিআই। ২০২৫ সালের আইপিএলে দলগুলো এবং খেলোয়াড়দের জন্য কী কী নতুন নিয়ম বিসিসিআই চালু করেছে, একনজরে তা দেখে নেওয়া যাক—

অনুশীলনের দিনে

১.

অনুশীলন এলাকায় দলগুলো দুটি নেট পাবে এবং একটি সাইড উইকেট বরাদ্দ থাকবে। মুম্বাই ভেন্যুর ক্ষেত্রে ম্যাচের দুই দল যদি একই সময়ে অনুশীলন করে, প্রতিটি দল দুটি করে উইকেট পাবে।

২. উন্মুক্ত কোনো নেট পাবে না কোনো দল।

৩. কোনো দল যদি নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করে ফেলে, অন্য দল পিচ ব্যবহারের অনুমতি পাবে না।

৪. ম্যাচের দিনে অনুশীলনের কোনো সুযোগ থাকবে না।

৫. ম্যাচের দিনে কোনো দল মূল মাঠে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট নিতে পারবে না।

আইপিএলের অনুশীলনে যেতে দলের বাস ব্যবহার করতে হবে খেলোয়াড়দের

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং: দেশসেরা বুয়েট, ২য় বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাবির অবস্থান কত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’ও প্রকাশ করেছে। প্রথমের দিকে না থাকলেও বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় সেই তালিকায় জায়গা করে নিয়েছে। ২০২৫ সালের এশিয়ার সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা সেই তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আরও পড়ুনটাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিং, ২ ক্যাটাগরিতে দেশসেরা বুয়েট–ড্যাফোডিল২৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২৩ এপ্রিল প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা এই ১৩তম সংস্করণের তালিকায় দেখা গেছে, এশিয়া অঞ্চলের সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। তালিকার ৩০১ থেকে ৩৫০–এর মধ্যে স্থান করে নিয়েছে দেশসেরা বুয়েট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্য অন্যতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

আরও পড়ুনটাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে এবার পেছাল ঢাবি, শীর্ষস্থান হারাল ব্র্যাক, দেশসেরা ৫ বিশ্ববিদ্যালয় কোনগুলো০৯ অক্টোবর ২০২৪

তালিকায় ৩৫১ থেকে ৪০০–এর মধ্যে আছে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দেশের তালিকা অনুসারে তৃতীয় স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চতুর্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

২০২৪–এর তালিকায় বাংলাদেশে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথমে থাকলেও এবার (২০২৫) আছে ১২তম অবস্থানে। র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত কয়েক বছরের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম-দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দশম স্থানে।

আরও পড়ুনটাইমস র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এ দেশের ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি–বুয়েট১২ অক্টোবর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ