রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন– টেইলার্স মালিক আবদুল মান্নান (৬১) ও মানি এক্সচেঞ্জ ব্যাবসায়ী পলাশ মোল্লা (৩৬)। 

মঙ্গলবার বিকেলে এলিফ্যান্ট রোড ও মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এলিফ্যান্ট রোডের বি এস ভবনের পেন্টাগন টেইলার্সের মালিক আবদুল মান্নান বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
মৃতের পাশের দোকানের মালিক মো.

হাবিব জানান, ঘটনার আগে তার দোকানেই ছিলেন আবদুল মান্নান। পরে তিনি ইফতার সামগ্রী কিনতে বের হন। তখন রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আবদুল মান্নানের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের পলাশ পাড়ায়। বর্তমানে তিনি জিগাতলার ট্যানারি মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

এদিকে মালিবাগ চৌধুরীপাড়ার শহিদী মসজিদের ঢালে বাসের ধাক্কায় ব্যবসায়ী পলাশ মোল্লা নিহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সৈয়দ জুলফিকার নামে এক ব্যক্তি। তিনি জানান, বিকেল ৫টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন পলাশ। তখন ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নিহতের ভাতিজা রেজওয়ান শরীফ হাসপাতালে জানান, মতিঝিলে বিনিময় মানি এক্সচেঞ্জ নামে ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে পলাশ মোল্লার। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি দক্ষিণ বনশ্রীতে স্ত্রী ও দুই ছেলে–মেয়ে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়। বাবার নাম আক্তার মোল্লাহ্।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন আবদ ল ম ন ন ন দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক শুরু

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন তারা।

বিস্তারিত আসছে... 

সম্পর্কিত নিবন্ধ