পোষা বিড়াল-কুকুরকে প্যাকেটজাত খাবার দেন অনেকেই। প্যাকেটজাত খাবার দেওয়া অনেকের জন্যই হয়তো বেশ সুবিধাজনক। খাবার তৈরি বা গরম করার ঝামেলা নেই, খাওয়াদাওয়ার পর জায়গাটা পরিষ্কার করাও সহজ। তবে ক্রমাগত কেবল প্যাকেটজাত খাবার খাওয়ার কারণে কিন্তু আপনার পোষা প্রাণী স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই ঘরের খাবারের অভ্যাস করানোই ভালো।

প্যাকেটজাত শুকনা খাবারে বিড়াল বা কুকুর অভ্যস্ত হয়ে পড়লে তা থেকে ওকে ফিরিয়ে আনতে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কলকাতার হয়ে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জয়ে আরও একটি ইতিহাস রচনা করলেন সুনীল নারিন। দলের জয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে কামিন্দু মেন্ডিসকে আউট করেন ক্যারিবিয়ান এই স্পিনার। সেই উইকেটেই কলকাতার জার্সিতে পূর্ণ করলেন নিজের ২০০তম উইকেট।  

পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একক দলের হয়ে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দুজনের। এই তালিকার শীর্ষে আছেন ইংলিশ অল-রাউন্ডার সামিত প্যাটেল, যিনি নটিংহ্যামশায়ারের হয়ে শিকার করেছেন ২০৮টি উইকেট। দ্বিতীয়জন হলেন নারিন, যিনি কলকাতার হয়ে গড়লেন এই দুর্লভ অর্জন।

এই তালিকায় নারিনের পেছনে আছেন আরও তিন বোলার। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন ইংলিশ পেসার ক্রিস উড। চারে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা। আর পাঁচ নম্বরে গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নেওয়া ডেভিড পেইন। 

নারিনের কলকাতার হয়ে ২০০ উইকেটের মধ্যে ১৮২টি এসেছে আইপিএলে, বাকি ১৮টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করা নারিন এখনও পর্যন্ত একমাত্র এই দলের হয়েই খেলেছেন।

সম্পর্কিত নিবন্ধ