পোষা বিড়াল-কুকুরকে প্যাকেটজাত খাবার দেন অনেকেই। প্যাকেটজাত খাবার দেওয়া অনেকের জন্যই হয়তো বেশ সুবিধাজনক। খাবার তৈরি বা গরম করার ঝামেলা নেই, খাওয়াদাওয়ার পর জায়গাটা পরিষ্কার করাও সহজ। তবে ক্রমাগত কেবল প্যাকেটজাত খাবার খাওয়ার কারণে কিন্তু আপনার পোষা প্রাণী স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই ঘরের খাবারের অভ্যাস করানোই ভালো।

প্যাকেটজাত শুকনা খাবারে বিড়াল বা কুকুর অভ্যস্ত হয়ে পড়লে তা থেকে ওকে ফিরিয়ে আনতে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক নুরুল আলম মারা গেছেন

খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক ও গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গুইমারায় নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর। নুরুল আলম স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন নুরুল আলমের ছেলে সাংবাদিক আল মামুন। তিনি জানান, বুধবার সকাল ১০টায় গুইমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নুরুল আলমের জানাজা অনুষ্ঠিত হবে। 

নুরুল আলমমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা। পৃথক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
 

সম্পর্কিত নিবন্ধ