চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে টাকা ছিনতাই
Published: 4th, March 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জ শহরের আদালতসংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে আদালত চত্বরের রেকর্ড রুমের কাছে ছিনতাই হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মতিউর রহমান মতি। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়ার বাসিন্দা। ভুক্তভোগী মতি গরু কেনাবেচাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
আরো পড়ুন:
টাঙ্গাইলে বাড়ছে খুন-ডাকাতি-চুরি
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
মতিউর রহমান মতি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কোর্ট চত্বরের রেকর্ড রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে এক ব্যক্তি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কথা বলেন। এক পর্যায়ে তার কাছে থাকা ৩৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
তিনি আরো জানান, ওই ব্যক্তি হেলমেট পরা ছিল, এ জন্য তাকে চিনতে পারেননি। তবে তার কথাবার্তায় সন্দেহজনক মনে হয়েছিল। টাকা নেয়ার পর দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনার সময় রেকর্ড রুমের সামনে পুলিশের একজন কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। চিৎকার শুনে তিনিও এগিয়ে আসেন কিন্তু ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এরইমধ্যে একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে।
তিনি বলেন, ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়েছিল এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাক না কেন দ্রুত তাকে ধরা হবে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়ে গেছে।
ঢাকা/শিয়াম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই প ইনব বগঞ জ
এছাড়াও পড়ুন:
অপরাধ প্রবণতা কমাতে সিসিটিভির আওতায় আসছে পুরো নারায়ণগঞ্জ শহর
নারায়ণগঞ্জ শহরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ প্রবণতা কমাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
প্রাথমিকভাবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া গোলচত্বর থেকে শুরু করে নূর মসজিদ, মেট্রোহল মোড়, ডাক বাংলো ও আর্মি মার্কেট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন।
পর্যায়ক্রমে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে জানান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) চাষাঢ়া বিজয়স্তম্ভ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় জলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই এলাকাটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র। এখানে আমাদের জাতীয় দিবস থেকে শুরু করে মেলা ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম হয়ে থাকে। তাই আমরা এই চাষাঢ়া এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চেয়েছি।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন সিটির কার্যক্রম হাতে নিয়েছি। এর অধীনে অনেক কাজ চলছে। সেই ধারাবাহিকতায় চাষাঢ়া থেকে শুরু করে ডাক বাংলো ও এপাশে নূর মসজিদ, আর্মি মার্কেট, মেট্রোহল মোড় পর্যন্ত এই পুরো এলাকা সিসি টিভির কাভারেজে নিয়ে এসেছি।
এখানে আমরা ১৬টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। ধীরে ধীরে আমরা পুরে শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসবো।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সিসিটিভি আওতায় থাকলে আইনশৃঙ্খলা সহ নানা পরিস্থিতি নজরদারিতে অত্যন্ত সুবিধা জনক হবে। এতে করে কেউ কোনো ঘটনা ঘটিয়ে চলে গেলেও সিসিটিভির নজরদারির মাধ্যমে তাদেরকে সনাক্ত করা সম্ভব হবে।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জেলা প্রশাসক এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।