দুবাইয়ে লটারিতে ৬৬ কোটি টাকা জিতল বাংলাদেশি কর্মী ও তার বন্ধুরা
Published: 4th, March 2025 GMT
দুবাইয়ে লটারিতে প্রায় ৬৬ কোটি (দুই কোটি দিরহাম) টাকা জিতেছেন এক বাংলাদেশি কর্মী ও তার ১৩ বন্ধু। মঙ্গলবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
আবুধাবিতে অনুষ্ঠিত ২৭২ নম্বর র্যাফেল ড্র সিরিজে জেতা বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। ৪৪ বছর বয়সী এই প্রবাসী গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। ২০২২ সাল থেকে তিনি লটারির টিকিট কেনা শুরু করেছিলেন।
গালফ নিউজকে জাহাঙ্গীর আলম বলেন, “আমি প্রায় তিন বছর ধরে টিকিট কিনছি। আমার বন্ধুরা আমাকে বুঝিয়েছিল যে, জ্যাকপট জিতলে জীবন বদলে যায়, তখন থেকেই এই অভ্যাস শুরু হয়।”
জাহাঙ্গীর আলমের বন্ধুদের দলে ১৩ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় রয়েছেন। তারা সবাই জাহাজ নির্মাণ শিল্পের বিভিন্ন পেশায় কাজ করেন, যেমন ওয়েল্ডার, টেকনিশিয়ান, রঙ মিস্ত্রি ও ক্লিনার। এদের মধ্যে জাহাঙ্গীর টেকনিশিয়ান হিসেবে কর্মরত। লটারির টিকিট তারা তাদের সঞ্চিত অর্থ দিয়ে একসঙ্গে কিনতেন। তাই জ্যাকপটের অর্থ ১৪ জন ভাগ করে নেবেন বলে জানিয়েছে গালফ নিউজ।
জাহাঙ্গীর বলেন, “এই দলে বিভিন্ন স্তরের পেশাদাররা আছেন। আমাদের বার্ষিক বেতন ৩৫ হাজার দিরহাম থেকে ৪০ হাজার দিরহাম এবং তারও বেশি। আমি মাসে প্রায় তিন হাজচার দিরহাম আয় করি।”
তিনি বলেন, “বিশেষ করে গত দুই মাস ধরে সৌভাগ্যের আশায় আমি প্রার্থনা করছিলাম। ড্রয়ের সময় আমি নামাজ পড়ছিলাম। মসজিদের ভেতরে আমার ফোনটি না নেওয়ায় আমি বিগ টিকিটের কলটি মিস করেছিলাম। কিন্তু মসজিদ থেকে ফিরে আসার পর আমার বন্ধুরা আমাকে খবরটি জানিয়েছিল। আমি কখনো ভাবিনি যে আমি আসলেই ভাগ্যবান হব। আমি কেবল অন্যদের জয়ের কথা পড়েছিলাম। অবশেষে, আমার সময় এলো।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টিকটকে নতুন সুবিধা
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি একাধিক ছবির সমন্বয়ে তৈরি স্লাইড শো বেশ জনপ্রিয় টিকটকে। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীরা চাইলেও টিকটকে থাকা এসব ছবি দেখতে পারেন না। এ সমস্যা সমাধানে নিজেদের প্ল্যাটফর্মে অলটারনেটিভ (এএলটি) টেক্সট সুবিধা চালু করেছে টিকটক। নতুন এ সুবিধা চালুর ফলে স্ক্রিন রিডারের মাধ্যমে টিকটকে থাকা ছবির বর্ণনা শুনতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে ছবি আপলোডের সময় অল্ট টেক্সট অপশনের মাধ্যমে ছবিতে থাকা দৃশ্যের বর্ণনা লিখতে পারবেন ব্যবহারকারীরা। পোস্ট প্রকাশের পরও চাইলে ব্যবহারকারীরা অল্ট টেক্সট সম্পাদনা বা নতুন করে যুক্ত করতে পারবেন।
ছবির জন্য অল্ট টেক্সট সুবিধা টিকটক অ্যাপে থাকা বিদ্যমান অ্যাক্সেসিবিলিটি ফিচারের সম্প্রসারিত রূপ। এর আগে ভিডিও কনটেন্টের জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরির সুবিধা এবং লেখার আকার ইচ্ছেমতো বড়-ছোট করার অপশন চালু করেছে প্ল্যাটফর্মটি।
সূত্র: টেক ক্র্যান্চ