দুবাইয়ে লটারিতে ৬৬ কোটি টাকা জিতল বাংলাদেশি কর্মী ও তার বন্ধুরা
Published: 4th, March 2025 GMT
দুবাইয়ে লটারিতে প্রায় ৬৬ কোটি (দুই কোটি দিরহাম) টাকা জিতেছেন এক বাংলাদেশি কর্মী ও তার ১৩ বন্ধু। মঙ্গলবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
আবুধাবিতে অনুষ্ঠিত ২৭২ নম্বর র্যাফেল ড্র সিরিজে জেতা বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। ৪৪ বছর বয়সী এই প্রবাসী গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। ২০২২ সাল থেকে তিনি লটারির টিকিট কেনা শুরু করেছিলেন।
গালফ নিউজকে জাহাঙ্গীর আলম বলেন, “আমি প্রায় তিন বছর ধরে টিকিট কিনছি। আমার বন্ধুরা আমাকে বুঝিয়েছিল যে, জ্যাকপট জিতলে জীবন বদলে যায়, তখন থেকেই এই অভ্যাস শুরু হয়।”
জাহাঙ্গীর আলমের বন্ধুদের দলে ১৩ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় রয়েছেন। তারা সবাই জাহাজ নির্মাণ শিল্পের বিভিন্ন পেশায় কাজ করেন, যেমন ওয়েল্ডার, টেকনিশিয়ান, রঙ মিস্ত্রি ও ক্লিনার। এদের মধ্যে জাহাঙ্গীর টেকনিশিয়ান হিসেবে কর্মরত। লটারির টিকিট তারা তাদের সঞ্চিত অর্থ দিয়ে একসঙ্গে কিনতেন। তাই জ্যাকপটের অর্থ ১৪ জন ভাগ করে নেবেন বলে জানিয়েছে গালফ নিউজ।
জাহাঙ্গীর বলেন, “এই দলে বিভিন্ন স্তরের পেশাদাররা আছেন। আমাদের বার্ষিক বেতন ৩৫ হাজার দিরহাম থেকে ৪০ হাজার দিরহাম এবং তারও বেশি। আমি মাসে প্রায় তিন হাজচার দিরহাম আয় করি।”
তিনি বলেন, “বিশেষ করে গত দুই মাস ধরে সৌভাগ্যের আশায় আমি প্রার্থনা করছিলাম। ড্রয়ের সময় আমি নামাজ পড়ছিলাম। মসজিদের ভেতরে আমার ফোনটি না নেওয়ায় আমি বিগ টিকিটের কলটি মিস করেছিলাম। কিন্তু মসজিদ থেকে ফিরে আসার পর আমার বন্ধুরা আমাকে খবরটি জানিয়েছিল। আমি কখনো ভাবিনি যে আমি আসলেই ভাগ্যবান হব। আমি কেবল অন্যদের জয়ের কথা পড়েছিলাম। অবশেষে, আমার সময় এলো।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।
শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।