মুড়িতে শিল্প গ্রেডের লবণের ব্যবহার, পিরোজপুরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
Published: 4th, March 2025 GMT
পিরোজপুরের কাউখালী উপজেলায় মুড়ি তৈরিতে শিল্প গ্রেডের লবণ ব্যবহার করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাজার ও আমড়াজুরী ফেরিঘাটের দুটি মুড়ির কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও বিএসটিআইয়ের পরিদর্শক ইয়াছির আরাফাতের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ‘খই-মুড়ি প্রোডাক্টস’ ও ‘হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ’ নামের দুটি কারখানায় মুড়ি তৈরির সময় সাধারণ খাওয়ার লবণের পরিবর্তে শিল্পকারখানায় ব্যবহার করা শিল্প গ্রেডের লবণ ব্যবহার করতে দেখা যায়। পরে বিএসটিআই আইন–২০১৮–এর ৩১ ধারা মোতাবেক প্রতিটি কারখানাকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় দুটি মুড়ির কারখানা থেকে শিল্প গ্রেডের লবণ জব্দ করে জনসমক্ষে নষ্ট করা হয়। এ ছাড়া ‘সাতক্ষীরা ঘোষ ডেইরি’ নামের একটি দোকানে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া দই উৎপাদন করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ল প গ র ড র লবণ ব যবহ র
এছাড়াও পড়ুন:
স্বর্ণের দাম বাড়ল
তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ২৪ ও ২৮ ফেব্রুয়ারি এবং ২ মার্চ টানা তিন দফা কমানো হয় স্বর্ণের দাম। ২৪ ফেব্রুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ১৫৫ টাকা, ২৮ ফেব্রুয়ারি কমানো হয় ২ হাজার ৪০৩ টাকা এবং ২ মার্চ কমানো হয় ২ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমে ৬ হাজার ১৮২ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৮৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।