বাংলাদেশের প্রথম ম্রো ভাষার চলচ্চিত্র ‘কিওরি পেক্রা উও’ যার ইংরেজি অনুবাদ ‘ডিয়ার মাদার’;এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আগামীকাল ৫ মার্চ ক্যামব্রিজ স্থানীয় সময় বিকেল ২টা ৩০ এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যাম্ব্রিজের আয়োজনে এই  প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ৬৭ মিনিটের চলচ্চিত্রটি ইতোমধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে।  আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে।  ইতোমধ্যে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। 

সিনেমার পরিচালক এসকে শুভ সাদিক শুরু থেকেই চলচ্চিত্রটিকে শুধু একটি সৃষ্টিশীল প্রয়াস নয়, বরং একটি আন্দোলন হিসেবে দেখেছেন। তিনি বলেন, "এটি শুধু একটি চলচ্চিত্র নয়; এটি একপ্রকার ঘোষণাপত্র, একটি প্রতিরোধ, একটি প্রমাণ যে সিনেমা কোনো কর্পোরেশন বা বিনিয়োগকারীদের সম্পত্তি নয় এটি তাদের, যারা সাহস করে নিজেদের গল্প বলে। আমরা অতি সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার অঙ্কে নয়, বরং এর ক্ষমতায় এবং হারিয়ে যেতে বসা কণ্ঠগুলোকে সংরক্ষণ করার। এখন প্রযুক্তি আমাদের হাতে; আমাদের আর প্রচলিত সিনেমার ছক মেনে চলতে হবে না। সময় এসেছে নতুন আখ্যান খোঁজার, বাঁধা ধরা কৌশল থেকে বেরিয়ে আসার, এবং সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।” 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র চলচ চ ত র প রদর শ

এছাড়াও পড়ুন:

বক্তাবলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

ফতুল্লার বক্তাবলীতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী বক্তাবলীর মেসার্স নবীন ব্রিকস ম্যানুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর দৃঢ়প্রতিজ্ঞ।
 

সম্পর্কিত নিবন্ধ