ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (৩ মার্চ) রাতে কসবা থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, রবিবার (২ মার্চ) গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তারকে (১৪) খুন করে আমীর হাসেন। জ্যোতি ছিলেন অন্তঃসত্ত্বা। 

বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে জ্যোতি আক্তারের বিয়ে হয়। হত্যার পর আমীর হোসেন পালিয়ে যায়।

ঢাকা/রুবেল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র হ স ন

এছাড়াও পড়ুন:

কারণ ছাড়াই বাড়ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছে ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের গত ৬ এপ্রিল শেয়ার দর ছিল ২৪.২০ টাকায়। যা ২১ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০.৪০ টাকায়। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬.২০ টাকা বা ২৬ শতাংশ।

এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ