ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (৩ মার্চ) রাতে কসবা থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, রবিবার (২ মার্চ) গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তারকে (১৪) খুন করে আমীর হাসেন। জ্যোতি ছিলেন অন্তঃসত্ত্বা। 

বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে জ্যোতি আক্তারের বিয়ে হয়। হত্যার পর আমীর হোসেন পালিয়ে যায়।

ঢাকা/রুবেল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র হ স ন

এছাড়াও পড়ুন:

সমঝোতা নবায়ন করেছে ঢাকা বেইজিং

বাংলাদেশ ও চীনের মধ্যকার নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক নবায়ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিস্তা নিয়ে চীন চুক্তি চায়– এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নদী নিয়ে চীনের সঙ্গে একটি সার্বিক সমঝোতা রয়েছে। এ সমঝোতা নবায়নের ক্ষেত্রে অতিরিক্ত আরও কিছু সংযোজনের জন্য দুই পক্ষের চাহিদা আছে। এ কারণে কিছুটা দেরি হচ্ছে। যখন চীন সফরে গিয়েছিলাম, তখনই এটি নবায়ন হওয়ার কথা ছিল। এখন সমঝোতা স্মারকটি সই হয়েছে। এ সমঝোতার আওতায় এখন প্রকল্প নেওয়া যেতে পারে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

বাংলাদেশ ও চীনের মধ্যকার নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক ২০১৬ সালে ঢাকায় চীনের প্রেসিডেন্টের সফরে সই হয়। তিন বছর পরপর এটি নবায়ন করে আসছে দুই দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি করা ২৯ মিলিয়ন ডলার বাংলাদেশে আসার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ অনুসন্ধান করে দেখার চেষ্টা করেছে বিষয়টি কী, দুই ব্যক্তি-সংক্রান্ত কিছু রয়েছে কিনা। খোঁজ নিয়ে দেখেছি যে, মার্কিন একটি প্রতিষ্ঠান থেকে এ অর্থ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন এনজিওর সঙ্গে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কার্যক্রম চালায়। অর্থ নিয়ম অনুযায়ী এসেছে।’ এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ট্রাম্পের বক্তব্যকে উস্কানিমূলক বলে মনে করি না। এর পরে এ নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন দেখি না।

সম্পর্কিত নিবন্ধ