যুবদল কর্মী হত্যায় স্বেচ্ছাসেবক দল নেতা সোনা শাহিন বহিষ্কার
Published: 4th, March 2025 GMT
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় যুবদল কর্মী সুরুজ গাজী (৩০) হত্যার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সরদার ওরফে সোনা শাহিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্যসচিব খান মো. আনোয়ার হোসেন আজ মঙ্গলবার বিজ্ঞপ্তিতে শাহিন সরদারকে বহিষ্কার করেন।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে ৮টার দিকে যুবদল কর্মী সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে শাহিন সরদারের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসির নাজমুল নিশাত জানান, নিহতের বড় ভাই শাহীন গাজী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সমঝোতা নবায়ন করেছে ঢাকা বেইজিং
বাংলাদেশ ও চীনের মধ্যকার নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক নবায়ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিস্তা নিয়ে চীন চুক্তি চায়– এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নদী নিয়ে চীনের সঙ্গে একটি সার্বিক সমঝোতা রয়েছে। এ সমঝোতা নবায়নের ক্ষেত্রে অতিরিক্ত আরও কিছু সংযোজনের জন্য দুই পক্ষের চাহিদা আছে। এ কারণে কিছুটা দেরি হচ্ছে। যখন চীন সফরে গিয়েছিলাম, তখনই এটি নবায়ন হওয়ার কথা ছিল। এখন সমঝোতা স্মারকটি সই হয়েছে। এ সমঝোতার আওতায় এখন প্রকল্প নেওয়া যেতে পারে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
বাংলাদেশ ও চীনের মধ্যকার নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক ২০১৬ সালে ঢাকায় চীনের প্রেসিডেন্টের সফরে সই হয়। তিন বছর পরপর এটি নবায়ন করে আসছে দুই দেশ।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি করা ২৯ মিলিয়ন ডলার বাংলাদেশে আসার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ অনুসন্ধান করে দেখার চেষ্টা করেছে বিষয়টি কী, দুই ব্যক্তি-সংক্রান্ত কিছু রয়েছে কিনা। খোঁজ নিয়ে দেখেছি যে, মার্কিন একটি প্রতিষ্ঠান থেকে এ অর্থ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন এনজিওর সঙ্গে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কার্যক্রম চালায়। অর্থ নিয়ম অনুযায়ী এসেছে।’ এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ট্রাম্পের বক্তব্যকে উস্কানিমূলক বলে মনে করি না। এর পরে এ নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন দেখি না।