গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে প্রতারণার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে খুলনার ফুলতলা থানার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ারা হলেন- নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নাজমুল শেখ বিভিন্ন সময় ভুক্তভোগী গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল গোপনে তার গোসলের পর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করেন। ওই ছবি ও ভিডিও গৃহবধূকে দেখিয়ে প্রস্তাবে রাজি হওয়ার কথা বলেন নাজমুল। প্রস্তাবে রাজি না হলে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেন তিনি। এই অভিযোগ পাওয়ার পর নাজমুল ও তার সহযোগী আশরাফকে আটক করে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ হবধ

এছাড়াও পড়ুন:

‘রাতের বেলা বাড়ির সব দরজা বন্ধ রাখতে হবে’

চলতি বছরের জানুয়ারি মাসে নিজের বাড়িতেই হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। দুষ্কৃতকারীর ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সময় এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। প্রায় চার মাস সেই ঘটনা নিয়ে ইটাইমসের সঙ্গে সবিস্তার কথা বলেছেন সাইফ।

ঘটনার প্রায় চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সেই রাতের অভিজ্ঞতা তাড়া করে বেড়ায় অভিনেতাকে, আচমকা ওই ঘটনায় কিছুটা বিভ্রান্ত হলেও এখন নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সচেতন তিনি। দুই ছেলের ছবি তুলতে দিতেও নারাজ অভিনেতা। বছরের শুরুতেই ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে কী শিখেছেন অভিনেতা?

‘তাণ্ডব’–এ সাইফ আলী খান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ