গৃহবধূর পোশাক পরিবর্তনের দৃশ্য ভিডিও করে প্রতারণা, গ্রেপ্তার ২
Published: 4th, March 2025 GMT
গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে প্রতারণার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে খুলনার ফুলতলা থানার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ারা হলেন- নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নাজমুল শেখ বিভিন্ন সময় ভুক্তভোগী গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল গোপনে তার গোসলের পর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করেন। ওই ছবি ও ভিডিও গৃহবধূকে দেখিয়ে প্রস্তাবে রাজি হওয়ার কথা বলেন নাজমুল। প্রস্তাবে রাজি না হলে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেন তিনি। এই অভিযোগ পাওয়ার পর নাজমুল ও তার সহযোগী আশরাফকে আটক করে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ হবধ
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ময়মনসিংহে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে রায়হান নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রায়হান নগরীর কলেজ রোড একাডেমী এলাকার শাহপরান ও শারমিন আক্তারের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল টাউন হলে ঈদগাহ মাঠের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ময়মনসিংহ ইউনিটের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন। ফায়ার সার্ভিস ও পরিবার সূত্র জানায়, সকাল ১ টায় নিহত রায়হান ও তার বন্ধুরা মিলে আঞ্জুমান ঈদগাহ মাঠে খেলতে গিয়েছিল। খেলা শেষে সবাই পুকুরে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা গিয়ে বিকেলে পরিবারের কাছে খবর দেয়।
পরে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হলে, ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। রাত ৮টার দিকে রায়হানকে ডুবুরি দল উদ্ধার করে।
স্টেশন অফিসার জুলহাস উদ্দিন সমকালকে জানান, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকের অসচেতনতা এবং সাঁতার না জানার কারণে এমন ঘটনা ঘটেছে।