চমকে দিলেন সালমান-রাশমিকা, কেমন হলো ‘সিকান্দার’র প্রথম গান
Published: 4th, March 2025 GMT
আগামী ঈদে মুক্তির জন্য প্রস্তুত সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। টিজারে সালমানের অ্যাকশন দেখে দর্শকরা শিহরিত হচ্ছেন। এরই মধ্যে আজ সন্ধ্যায় এলো ‘সিকান্দার’ সিনেমার প্রথম গান ‘জাহরা জাবিন’।
ফারাহ খানের নৃত্যপরিচালনায় গানটিতে সালমান খান ও রাশমিকা মান্দানার জুটি নজর কেড়েছে দর্শকের। নাকাশ আজিজ এবং দেব নেগির কণ্ঠে ‘জাহরা জাবিন গানটির কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। মাঝে রয়েছে প্যাপ মিউজিকের ছোয়া। প্রিতমের মিউজিকে গানটি নেট দুনিয়ায় মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
সিকান্দার অসহায় মানুষের পক্ষে লড়াই করেন। তবে সেই লড়াই করতে গিয়ে বেছে নেয় প্রতিশোধের পথ। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’
সিকান্দার-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।
সালমানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমায়। তারপর বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বক্তাবলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
ফতুল্লার বক্তাবলীতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী বক্তাবলীর মেসার্স নবীন ব্রিকস ম্যানুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর দৃঢ়প্রতিজ্ঞ।