আগামী ঈদে মুক্তির জন্য প্রস্তুত সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। টিজারে সালমানের অ্যাকশন দেখে দর্শকরা শিহরিত হচ্ছেন। এরই মধ্যে আজ সন্ধ্যায় এলো ‘সিকান্দার’ সিনেমার প্রথম গান ‘জহরা জামিন’।

ফারাহ খানের নৃত্যপরিচালনায় গানটিতে সালমান খান ও রাশমিকা মান্দানার জুটি নজর কেড়েছে দর্শকের। নাকাশ আজিজ এবং দেব নেগির কণ্ঠে ‘জাহরা জাবিন গানটির কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। মাঝে রয়েছে প্যাপ মিউজিকের ছোয়া। প্রিতমের মিউজিকে গানটি নেট দুনিয়ায় মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

সিকান্দার অসহায় মানুষের পক্ষে লড়াই করেন। তবে সেই লড়াই করতে গিয়ে বেছে নেয় প্রতিশোধের পথ। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’

সিকান্দার-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

সালমানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমায়। তারপর বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাহরি না খেয়ে রোজা রাখতে হচ্ছে ইমরান-বুশরাকে

কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে সাহরি না খেয়ে রোজা রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ। এ ছাড়া ইমরান-বুশরা দম্পতির সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন তিনি।

তাঁর মতে, এটি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার এক ঘৃণ্য পদক্ষেপ। সরকারের নিপীড়নমূলক এ পদক্ষেপে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। যখন পুরো মুসলিম সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে, তখন সরকার এমন আচরণ করছে। এমন পরিস্থিতিতে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য বলেন তিনি। এ ছাড়া ইমরানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আদালতের আদেশের স্পষ্ট লঙ্ঘন। সামা নিউজ।

সম্পর্কিত নিবন্ধ